Wednesday , 24 August 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

মুর্শিদাবাদ পুলিশের উদ্যোগে পরিবারকে ফিরে পেলেন এক মানসিক ভারসাম্যহীন মহিলা

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
August 24, 2022 7:28 pm

news bazar 24:  পুলিশ চাইলে কি না পারে ?যার প্রমাণ হিসাবে  পুলিশের উদ্যোগে আবার নিজের পরিবারের কাছে ফিরে গেলেন পূর্ব বর্ধমানের এক মানসিক ভারসাম্যহীন মহিলা। গতকাল মঙ্গলবার রাতে ওই মহিলাকে তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দিল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পুলিশ।  জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুনিয়া মোড় এলাকা থেকে এই মহিলাকে উদ্ধার করা হয়েছে।গত সোমবার সন্ধে নাগাদ বছর পঁচাত্তরের এক মহিলাকে উদ্দেশ্যহীনভাবে নবগ্রাম থানা এলাকার পুনিয়া মোড়ে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় কিছু মানুষ। ওই মহিলাকে তাঁর নাম বা তিনি কোথা থেকে এসেছেন জিজ্ঞাসা করলে কোনও প্রশ্নেরই উত্তর দিতে পারেননি। সমস্ত প্রশ্নের উত্তরেই তিনি উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকছিলেন এলাকাবাসীর দিকে। 

এরপরই ওই এলাকার বাসিন্দারা গোটা বিষয়টি ফোনে জানান নবগ্রাম থানার ওসি অমিত ভকতকে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ওসি দ্রুত একটি টিম পাঠিয়ে ঐ মহিলাকে উদ্ধার করে স্থানীয় একটি বাড়িতে সোমবার রাতে তাঁকে রাখার ব্যবস্থা করেন। 

কিন্তু মঙ্গলবার সকালেও ওই মহিলা কোথা থেকে এসেছেন বা তাঁর নাম কিছুই বলতে পারছিলেন না। এরপর ওসি নিজে গিয়ে ওই মহিলাকে খাওয়ানো এবং দুপুরে তাঁর বিশ্রামের ব্যবস্থা করেন। মঙ্গলবার বিকেল থেকে ওই মহিলা ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেন।

নবগ্রাম থানার ওসি অমিত ভকত বলেন, ‘ওই বৃদ্ধার সাথে যখন প্রথম কথা বলি তখন তিনি কিছুই বলতে পারছিলেন না। সেই কারণেই তাঁকে স্বাভাবিক হওয়ার জন্য কিছুটা সময় দিই আমরা এবং তাঁর খাওয়া-দাওয়া এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়। এরপর মঙ্গলবার সন্ধেবেলায় তিনি বলেন তাঁর বাড়ি বর্ধমানের নাদানঘাট থানার কালনা এলাকাতে এবং তাঁর নাম কমলা বসু।’ 

এরপরই নাদনঘাট থানার ওসির সাথে যোগাযোগ করেন নবগ্রাম থানার ওসি। অমিত ভকত বলেন, ‘নাদনঘাট থানাতে যোগাযোগ করে আমি জানতে পারি গত প্রায় ১০ দিন ধরে ওই মহিলা বর্ধমানের বাড়ি থেকে নিখোঁজ ছিলেন এবং তাঁর পরিবার পুলিশে একটি মিসিং ডায়রিও করেছিল। কিন্তু কীভাবে কমলাদেবী নাদনঘাট থেকে নবগ্রাম চলে এলেন তা উনি মনে করতে পারেননি।’ কমলাদেবীর উদ্ধারের খবর পেয়ে মঙ্গলবার রাতেই নবগ্রাম থানাতে চলে আসেন তাঁর পরিবারের লোকজন। এরপরই নবগ্রাম থানার পুলিশের উপস্থিতিতে কমলাদেবীকে তাঁর পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হয়। 

 

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

Drugs recovered এসটিএফ ও পুলিশের যৌথ অভিযানে ২৫ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার গ্রেফতার এক পাচারকারী

কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচার্যকে স্বাগত জানাতে উপাচার্য অনুপস্থিত, কি শিক্ষা পেল ছাত্র সমাজ?

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ডেকোরেটর শিল্পীদের ডেপুটেশন

Malda news :জেলা প্রশাসনের উদ্যোগে ভূমিহীনদের পাট্টা সহ একাধিক সরকারি পরিষেবা প্রদান শিবির

যুদ্ধ বিমানে আমেরিকা থেকে এগিয়ে চিন – ভারতের অবস্থান কোথায়?

Siliguiry news:বন দপ্তরের অভিযানে নিষিদ্ধ টিয়া পাখি সহ একজন গ্রেফতার

Malda news:রহস্যে ঘেরা তৃণমূলের অঞ্চল সভাপতির মৃতদেহ আটকে বিক্ষোভে গ্রামবাসীরা

বিজেপির উত্থান রুখতে জনসংযোগ বাড়াবার জন্য তৃণমূল সুপ্রিমো “দিদিকে বলো”, হেল্পলাইন চালু করলেন।

দলীয় নেতার মৃতদেহ নিয়ে বিজেপির মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভবানীপুরে, প্রতিবাদে সামিল প্রার্থীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভোটের মুখে আবারো উত্তরপ্রদেশে ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন প্রধানমন্ত্রীর।‌।