Tuesday , 31 January 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

মালদা চক্রের ৩৮ তম শিশু ক্রীড়ায় চ্যাম্পিয়ন- মুচিয়া গ্রাম পঞ্চায়েত, রানার্স সাহাপুর গ্রাম পঞ্চায়েত

প্রতিবেদক
kartik pal
January 31, 2023 7:55 pm

Newsbazar 24:মালদা চক্রের বার্ষিক শিশু ক্রীড়ার খেলায় চ্যাম্পিয়ন মুচিয়া গ্রাম পঞ্চায়েত। রানার্স আপ সাহাপুর গ্রাম পঞ্চায়েত।
মঙ্গলবার  মালদা  চক্রের ৩৮ তম বার্ষিক শিশু
ক্রীড়া উৎসব সাহাপুরের পাবনা পাড়া স্পোর্টিং মাঠে সম্পন্ন হল। প্রদীপ প্রজ্জ্বলন ও পতকা উত্তোলনের  মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ । মালদা চক্রের চারটি গ্রাম পঞ্চায়েতের-৫৯টি প্রাথমিক বিদ্যালয় সহ নিন্ম বুনিয়াদি  বিদ্যালয়, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠিত এই খেলায় মোট ৩৭৫ জন শিশু ক্রীড়াবিদ অংশগ্রহণ করে ।
এই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ সহ ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেটার তুষার রায়। সহকারী বিদ্যালয়ে পরিদর্শক সন্দীপন ঘোষ বন্দনা সরকার, ইফতিখার আহম্মদ সহ অনেকেই ।
মার্চ পাস্টের মাধ্যমে চক্রের  সমস্ত  প্রতিযোগীরা মাঠ প্রদক্ষিন করে। মাঠে উপস্থিত সকল দর্শক ও শিক্ষকরা  শিশুদের উৎসাহ প্রদান করেন। খেলার মাঝে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও  আয়োজন করা হয়। জানা গেছে, সংশ্লিষ্ট চক্রের মোট ০৪ অঞ্চলের ৫৯ টি প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নেয় । অংশগ্রহণকারী গ্রাম পঞ্চায়েত গুলি হল সাহাপুর গ্রাম পঞ্চায়েত মুচিয়া গ্রাম পঞ্চায়েত , ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি (আরবান), মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েত। মোট প্রতিযোগি সংখ্যা ২৭২ জন। বালক ও বালিকা মিলে মোট ৩৪ টি ইভেন্ট। চক্রের প্রতিযোগিতায় প্রতিটি ইভেন্টের প্রথম ও দ্বিতীয় প্রতিযোগী জোনের খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
খেলা শেষে পয়েন্টের ভিত্তিতে -১৩১ পয়েন্ট চ্যাম্পিয়ন হয় মুচিয়া গ্রাম পঞ্চায়েত। এবং -১১৭-পয়েন্ট রানার্স আপ হয় সাহাপুর গ্রাম পঞ্চায়েত।
এই বছরই প্রথম শিশু ক্রীড়ার খেলায় বয়স ও শ্রেণি ভিত্তিক বিভাজন হয়েছে। এতদিন এই শিশু ক্রীড়া উৎসব রাজ্যব্যাপী উচ্চতা ভিত্তিক হয়ে আসতো। এ বছরই প্রথম প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণীর জন্য ক বিভাগ। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জন্য খ বিভাগ। ও চতুর্থ পঞ্চম শ্রেণীর জন্য গ বিভাগে খেলা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আলাদা ভাবে এই তিনটি গ্রুপে মোট ৩৪ টি ইভেন্ট খেলা হচ্ছে । এ বছর যোগা ও ফুটবল ছোড়া সহ একাধিক খেলা নতুন ঢোকানো হয়েছে। এছাড়াও খেলায়  শিশুদের তিনটি বিভাগে  ৭৫ , ১০০ ,২০০ মিটার দৌড় , উচ্চ  লম্ফন  ,দৈর্ঘ্য লম্ফন  আলু দৌড়, জিব্ন্যাসটিক্স যোগা ও ফুটবল থ্রো সহ মোট ৩৪ টি খেলা সম্পন্ন হয়।

ক্রীড়া কমিটির সম্পাদক কৌশিক সরকার  জানান, “আমাদের চক্রের সমস্ত প্রতিযোগীরা খেলায় অংশ নিয়েছে। খেলাতে আমরা মোট ৩৪ টি খেলার সফল  প্রতিযোগীদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছি। এই  শিশু ক্রীড়ার খেলায় চ্যাম্পিয়ন হলো মুচিয়া- গ্রাম পঞ্চায়েত। রানার্সআপ হলো সাহাপুর গ্রাম পঞ্চায়েত।”

প্রসঙ্গ উল্লেখ কর মালদা চক্র শহর ৪ টি চক্র নিয়ে গঠিত ইংলিশ বাজার জোনের শিশু ক্রীড়া উৎসব আগামী ২ ফেব্রুয়ারী কোতোয়ালির নেতজী ক্লাব ময়দান মাঠে সম্পন্ন হবে । এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ৩৮ তম রাজ্য শিশু ক্রীড়া উৎসব জলপাইগুড়ি জেলার বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন (স্পোর্টস কমপ্লেক্স)এর মাঠে অনুষ্ঠিত হবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

৭ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস

তালিবান দের চোখ রাঙানিকে DON’T Care ! ভয়কে জয় করে বিমান বন্দরের কাজে ফিরলেন ১২ জন মহিলা কর্মী

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দুস্থ মানুষদের খাদ্য বিতরণ।

রুশকে ধুল চাটাতে ইউক্রেনকে ১০০ কোটি পাউন্ড মূল্যের অস্ত্র সাহায্য যুক্তরাজ্যের।

ইংলিশ বাজার শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের উদ্যোগে দুই বেলা রান্না করা খাবার বিতরণ

বাড়ির পরিচারিকাকে বাঁচাতে গিয়েই আহত সইফ

Malda:বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মহিলা পরিচালিত হস্তশিল্প মেলা ও প্রদর্শনী

কোন খাবার গুলি খেলে আপনার কিডনির ক্ষতি হতে পারে? জেনে নিন…

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্বে পঞ্চায়েতের তহবিল তছরুপের অভিযোগ দলীয় সদস্যদের।

মালদহ জেলায় মাধ্যমিকের ফলে এক বিরল ঘটনা ঘটল