Tuesday , 1 August 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

মালদহের ব্রিটিশ আমলের শিব মন্দিরে আজও শিবের প্রতি ভক্তদের অগাধ আস্থা ও বিশ্বাস

প্রতিবেদক
kartik pal
August 1, 2023 12:15 am

Newsbazar24:প্রাচীনকাল থেকেই সনাতন রীতিতে শ্রাবণমাসের গুরুত্ব অপরিসীম। কথিত আছে এই মাস দেবাদিদেব মহাদেবের পুজোর জন্য আদর্শ। এই মাসে নিয়ম নিষ্ঠা মেনে শিবের রুদ্রাভিষেক করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। কোনও নদীর তীরে বা মন্দিরে গিয়ে শিবপুজো ও শিবলিঙ্গের রুদ্রাভিষেক করলে পুণ্যলাভ হয় বলে বিশ্বাস।
মালদহের অমৃতির ছোট মোহনপাড়া এলাকার রাস্তার ধারেই রয়েছে জাগ্রত শিব মন্দির। মন্দিরের প্রাকৃতিক ও মনমুগ্ধকর পরিবেশ এককথায় অপূর্ব। মালদা বাসীর কাছে এই শিব মন্দির ভীষণ জাগ্রত। ১৯৪৭ সালের ২ই জানুয়ারি দুই ভাই দুর্লভ চন্দ্র দাস ও মহানন্দ দাসের উদ্যোগে মন্দিরে পূজা অর্চনা শুরু হয়। সেই শুরু তারপর থেকেই আজও শিবের প্রতি ভক্তদের অগাধ আস্থা ও বিশ্বাসের উপর ভর করে এই শিব মন্দিরের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে বর্তমানে এই পুজোর দায়িত্বে রয়েছেন তাদেরই বংশধর ধ্রুব কুমার দাস। ভক্ত বৃন্দের উদ্যোগে একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে বর্তমানে মন্দির দেখাশোনা করা হয় মন্দিরে তিন বেলা পূজার ভোগ নিবেদন করা হয়। মন্দিরকে ঘিরে নানা কাহিনী অনেক বছর আগে স্থানীয় এক শ্রমিক বেনারসে গিয়েছিলেন কাজেই সেখানে এক মন্দির থেকে ভক্তের দুটি চাঁদের বালা পরিশ্রমিক চুরি করে নিজের কাছে রেখে দেয় বেনারস থেকে অমৃতি আসামাত্রই সেই শ্রমিক নানা অসুবিধার মধ্যে পড়ে বিপদ কিছু ছাড়ছিল না। একদিন সে স্বপ্নে দেখতে পায় চুরি করে চুরি করা বালাজোড়া অমৃতের মন্দিরে রেখে আসার কথা স্বপ্ন দেখা মাত্রই সেই শ্রমিক মন্দিরের পাশে নদীতে স্নান করে পুজো দিয়ে ক্ষমা চেয়ে মন্দিরে রেখে আসেন। আস্তে আস্তে আস্তে আস্তে তার সব বাধা কেটে যায় মন্দিরে সেবাইত জানান ভক্তিভরে বাবাকে ডাকলে অবশ্যই তিনি ভক্তদের সব মনের আশা পূরণ করেন। ভক্তদের মুখে ও একই কথা ভক্তি ও নিষ্ঠা সহকারে ডাকলে তিনি কখনোই কাউকে নিরাশ করেন না। মন্দিরের এক পুরোহিত জানান বিগত ২৩-২৪ বছর ধরে এই মন্দিরে পূজা করে চলেছি প্রতিদিন নিয়মিত তিন বেলা পূজা হয় তিনবার করে ভোগ রান্না হয়।

শিবরাত্রির দিন বিশেষ পুজোপাটের ব্যবস্থা থাকে বহু দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে। বংশধর ও মন্দিরের প্রধান সেবাইত ধ্রুব কুমার দাস জানান আমার ঠাকুরদা এই মন্দির স্থাপন করেন তারা এই মন্দিরের দায়িত্ব সামলান তারপর বাবা জয় এই মন্দিরের দায়িত্ব সামলান এখন আমরা। সারা বছর ধরে বাবার পূজা হয় তবে শ্রাবণ মাসে এবং শিবরাত্রিতে এখানে বিশেষ ব্যবস্থা থাকে।শিবরাত্রির দিন পুজো উপলক্ষে ভক্তরা ভিড় জমান প্রায় ৫ লক্ষ লোকের সমাগম হয় পাঁচ দিন ধরে চলে মেলা সেখানে ব্যবসায়ীদের কাছ থেকে কোন টাকা পয়সা নেওয়া হয় না এমনকি জায়গাটা পরিষ্কার করে দিতে হয়। এছাড়াও এই কয়দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়
: শিবরাত্রির এই মেলায় মালদা জেলার বিভিন্ন প্রান্ততো বটেই এমনকি জেলার বাইরে ও বিভিন্ন অংশ থেকে বালুরঘাট গঙ্গারামপুর উত্তর দিনাজপুর সহ আশেপাশের জেলা থেকে ভক্তরা আসেন এই মেলায় পাঁচ দিন ধরে চলে নানা অনুষ্ঠান কীর্তন কবিগান ভগবত পাঠ বাউল ভাইয়া মধ্যে দিকে দিকে জমজমাট হয়ে ওঠে মন্দির।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

আসন্ন বাজেটে আসতে পারে নতুন ৫টি সুযোগ

নিমতলা ঘাটের ভাঙন নিয়ে উদ্বিগ্ন মেয়র

Panchayat Board Election:প্রলোভন সত্বেও মালদার ভাবুক অঞ্চলের পর সাহাপুর অঞ্চলও ধরে রাখল গেরুয়া শিবির

এবার কাঠগড়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ

মালদার ভূতনীতে নৌকার অভাবে গর্ভস্থ শিশু সহ প্রসূতির মৃত্যু, অভিযোগের তীর প্রশাসনের দিকে

এক সহৃদয় ব্যাক্তির উদ্যোগে কাকদ্বীপ থানার বামানগর জেলেপাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ।

Siliguri news:উদয়ন গুহর বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের বিধায়ক শঙ্কর ঘোষের

পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র লক্ষ্মীপুর এলাকার রাজ্য সড়ক

Malda news:অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আক্রান্ত এক অঙ্গনওয়াড়ি কর্মী

নতুন ‘কালো রসুন’ – একঝাঁক পুষ্টিগুনের সমাহার