Friday , 26 February 2021 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

মাঘী পূর্ণিমা। বিশ্বের বৌদ্ধরা সহ হিন্দুরা কেন এই দিনটিকে বিশেষ দিন হিসেবে পালন করে

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
February 26, 2021 11:34 pm

ভরত শ্রীবাস্তব, গয়া বিহারnews bazar24 : আজ শনিবার ২৭ ফেব্রুয়ারি  ২০২১এর শুভ মাঘী পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতেই ভগবান বুদ্ধ তার মহাপরিনির্বাণের দিন ঘোষণা করেন। আজ সারা বিশ্বের বৌদ্ধরা এই মহান তিথিটি নানা অনিত্য সভা এবং পূজাঅর্চনার মধ্য দিয়ে উদযাপন করে থাকে। এক কথায় এটি বৌদ্ধদের জন্য অত্যন্ত শোকাবহ একটি ঘটনা হলেও হিন্দু দের কাছেও পবিত্র দিন। ঘরে ঘরে নারায়ন গ্রহ মহারাজের পুজা কোথাও আবার লক্ষ্মী গণেশের পুজা হয়ে থাকে। এই দিনটি গঙ্গা স্নানের জন্যও পবিত্র বলে মানা হয়।  বলা বাহুল্য,  মাঘী পূর্ণিমায় সব বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধের সেই ভাষিত অনিত্য ভাবনা করেন। ইহকাল পরকালের সুন্দর জীবন প্রতিষ্ঠার জন্য ধ্যান সমাধি করেন এবং জীবনকে শীলময়, ভাবনাময় বিশুদ্ধিপূর্ণ করার জন্য কঠোর সংকল্পে ব্রতী হন। দিনব্যাপী সব বিহারে, প্যাগোডায় এবং নিজ বাসস্থানে অনিত্য গাথা আবৃত্তি হয়, মরণানুস্মৃতি ভাবনা করা হয়। বিহারে সংঘদান বুদ্ধপূজাসহ অষ্টশীল গ্রহণ করা হয় এবং বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়।

কেন এই দিনটি পবিত্র বলে মানা হয় ?

ভগবান বুদ্ধ পঁয়তাল্লিশ বর্ষাবাস সে সময় তিনি ভীষণ রোগে আক্রান্ত হন। পরে প্রবল ইচ্ছাশক্তি কঠোর ধ্যানবলে রোগমুক্ত হন। ভগবান বুদ্ধ বেনুবনে বর্ষাব্রত শেষ করে দেশ পরিভ্রমণের ইচ্ছা পোষণ করেন। পরে তিনি ক্রমে বৈশালীর চাপালচৈত্যে উপস্থিত হন। তখন তার বয়স পূর্ণ হয় আশি বছরে। সময় তিনি চাপালচৈত্যে ধ্যানস্থ হয়ে ভাবলেন তার পরিনির্বাণের সময় সন্নিকটে। পরে তিনি ভাবলেন এখনও তার শিষ্যপ্রশিষ্য, ভিক্ষুভিক্ষুণী এবং উপাসকউপাসিকাগণ সুন্দর জীবনযাপনের যোগ্যতা অর্জন করেনি। অবস্থায় তিনি কি পরিনির্বাণ লাভ করতে পারেন? তখন তিনি সেবক আনন্দকে সম্বোধন করে বললেন, ‘হে আনন্দ, এই বৈশালী অত্যন্ত মনোরম স্থান। এখানকার উদ্যান, চৈত্য, প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর।ভগবান ইচ্ছা করলে ঋদ্ধিবলে কল্পকাল অবস্থান করতে পারেন। কিন্তু কাল সর্বগ্রাসী। জীবন অনিত্য, সংস্কার অনিত্য। জন্ম হলেই মৃত্যু অনিবার্য। এই বিশ্বে যে যতই শক্তি ক্ষমতাশালী হোক না কেন এবং যে যতই বিত্তবৈভব সম্পদঐশ্বর্যের অধিকারী হোক না কেন, কেউ মৃত্যু থেকে মুক্ত হন। ধ্যানীজ্ঞানী, মুনিঋষীমৃত্যু সবাইকে স্পর্শ করে। সবাই মৃত্যুর অধীন। এই মহান সত্যটি বুদ্ধজীবনেও অনিবার্য।

ভগবান বুদ্ধ আনন্দকে আবার সম্বোধন করে বললেন, ‘হে আনন্দ, অচিরেই তথাগত পরিনির্বাণ প্রাপ্ত হবেন। এখন থেকে তিন মাস পর বৈশাখী পূর্ণিমা তিথিতেই আমি পরিনির্বাপিত হবো।সুতরাং আজ মাঘী পূর্ণিমায় ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের দিন ঘোষণাই ছিল মুখ্য বিষয়। বুদ্ধের মহাপরিনির্বাণের ঘোষণা শুনে তার শিষ্যপ্রশিষ্যগণ সবাই ব্যথিত হন, রোদন করেন। তখন বুদ্ধ তাদের উদ্দেশে বলেন, ‘অনিচ্চা বত সঙখারা, উপ্পাদা বয ধম্মিনো, উপ্পাজিত্বানিরুজ্জন্তি ততো উপ সম সুখো।অর্থাৎ উৎপত্তি বিলয় জগতের নিয়ম। উৎপত্তি হয়ে নিরুদ্ধ হওয়া জাগতিক ধর্ম। এই মহাসত্যটি জীবন জগতের সব ক্ষেত্রেই প্রযোজ্য। অতএব এই মহান সত্যবাণী দর্শনটি আমাদের সবারই অনুধাবন করা উচিত।

এই তিথিতে মহাকারুণিক ভগবান বুদ্ধ তার শিষ্যদের উদ্দেশে অন্তিম ভাষণ প্রদান করেন। বুদ্ধ শিষ্যদের বলেছিলেন, হে ভিক্ষুগণ! তোমরা অপ্রমাদের সঙ্গে ধর্মপালন করিও। আমি তোমাদের উদ্দেশে এবং জগতের সব প্রাণীর হিত কল্যাণের জন্য যে ধর্ম ভাষণ করেছি, তা উত্তমরূপে আচরণ করিও। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং অন্তেও কল্যাণকর সেই ধর্ম প্রচার করিও এবং বিশুদ্ধ ব্রহ্মচর্য পালন করিও।বয ধম্মা সঙ্খারা অপ্পমাদেন সম্পাদেথ’- অর্থাৎ জগতের সংস্কারসমূহ ক্ষয়শীল, ধ্বংসশীল। অতএব তোমরা অপ্রমাদের সঙ্গে নির্বাণ সাধনা করিও।

 

 

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানকে অস্ত্রবোঝাই বিমান পাঠালো তুরস্ক

মালদা ও হরিশ্চন্দ্রপুরে প্রার্থী পছন্দ না হওয়া নিয়ে ভাঙচুর বিজেপির অফিস, টায়ার জালিয়ে বিক্ষোভ রাস্তায়

পাঁচ বছরের মধ্যে চালকবিহীন গাড়ি আনবে ফোর্ড

রক্ষণাবেক্ষণের খামতি থেকেই বার বার আগুন

Recruitment scam GBU গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বিক্ষোভে ভারতীয় জনতা যুব মোর্চা

এসিড রিফ্লাক্সের সমস্যা – সমাধান নিজেই করুন

জেলা পুলিশের উদ্যোগে কালিয়াচকের জালুয়াবাতাল অঞ্চল মাদক বিরোধী আলোচনা সভা

রাশিফল — 2 march

Malda news:স্বচ্ছ ভারত অভিযানে  রেলওয়ে হাসপাতাল চত্বরে সাফাই অভিযানে বিধায়িকা

Malda news:স্বচ্ছ ভারত অভিযানে রেলওয়ে হাসপাতাল চত্বরে সাফাই অভিযানে বিধায়িকা

মালদা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের ১৩৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন