Saturday , 27 July 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

মাইক বন্ধ করে অপমান, এই অভিযোগে নীতি আয়োগের বৈঠক ত্যাগ মমতার, অভিযোগ অস্বীকার কেন্দ্রের

প্রতিবেদক
kartik pal
July 27, 2024 7:38 pm

Newsbazar24:নীতি আয়োগের বৈঠক কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা বয়কট করলেও একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালবাহনার পর নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন। কিন্তু তাকে বলতে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি এই অভিযোগে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠক থেকে বেরিয়েই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বলেন, ‘আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। অন্যদের ১৫-২০ মিনিট বলার সুযোগ দেওয়া হলেও আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। আমার আগে চন্দ্রবাবু নাইড়ু ২০ মিনিট বলেছেন। আমি পাঁচ মিনিট বলতেই স্টপ স্টপ বলে মাইক বন্ধ করে দেওয়া হল। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি’।
শনিবার দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নেমেও মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানান তিনি। তিনি বলেন দেশের মধ্যে যত বিরোধী দল রয়েছে তার মধ্যে একমাত্র আমি বৈঠকে যোগ দিয়েছিলাম। সম্মান নাই করতে পারে কিন্তু ডেকে অসম্মান করা হল। এটা বিরোধীদের অপমান। এখন বিজেপি মুখ বাঁচানোর চেষ্টা করছে। এরপর আমি কেন্দ্রের কোনো বৈঠকে যোগ দেব কিনা সেটা ভাবতে হবে’।
মমতাকে এই দাবির পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, মমতা যা অভিযোগ করছেন সেটা সঠিক নয়। সব মুখ্যমন্ত্রীকেই সমান ভাবে বলার সুযোগ দেওয়া হয়েছে। এমনকি তার অনুরোধ অনুযায়ী তাকে সাত নম্বরে বলতে দেওয়া হয়েছিল।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাবে, কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক্স হ্যান্ডেলের পোস্ট করে জানানো হয়েছে,মুখ্যমন্ত্রী ভুল ব্যাখ্যা করছেন। মধ্যাহ্ন ভোজনের বিরতির সময় হয়ে যাওয়ায় তাঁকে বক্তব্য শুরু করার আগেই বলা হয়েছিল, যে মধ্যাহ্ন ভোজন হয়ে যাওয়ার পরই উনি ওনার বাকি বক্তব্যটুকু রাখতে পারবেন। এমনকি ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম হওয়া স্বত্ত্বেও অর্থাৎ বর্ণ অনুযায়ী শেষের দিকে হয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন তাঁকে আগে বলতে দেওয়ার। তাঁর সেই অনুরোধকে মান্যতা দেওয়া হয় এবং ৭ নম্বরে বক্তব্য পেশ করার সুযোগ পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আরও দাবিও করা হয়েছে, নির্দিষ্ট সময় পেরনোর পরই তা বন্ধ হয়। কেউ ইচ্ছাকৃত মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করে দেয়নি। তিনি এই ভাবে সবাইকে ‘মিসলিড’ করছেন”।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান