Saturday , 19 October 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

মদের আসরে পাওনা টাকা চাইতে গিয়ে খুন, অভিযুক্তের বাড়িতে আগুন উত্তেজিত জনতার, গ্রেপ্তার ২

প্রতিবেদক
kartik pal
October 19, 2024 2:18 pm

Newsbazar24:মদের আসরে পাওনা টাকা চাইতে গিয়ে বচসা থেকে খুন, ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃত ব্যক্তি সুদের কারবারি বলে জানা গিয়েছে। অভিযুক্তর বাড়িতে আগুন উত্তেজিত জনতার, খুনের ঘটনায় গ্রেফতার দুই।
ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার কাঁথি থানার ধোবাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেউলপোতা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পাশাপাশি পূর্ব আমতলী গ্রামেও উত্তেজনা ছড়ায়।
মৃত ব্যক্তির নাম গোবিন্দ পাত্র (৪৫)। পূর্ব আমতলীর বাসিন্দা। সে মুদি দোকান চালাতো ও সুদের কারবার করত। গোবিন্দর পরিবার সূত্রে জানা গেছে ,অনেকদিন আগে গোবিন্দ উত্তমকে ৭০ হাজার টাকা ধার দিয়েছিলেন। বেশ কিছুদিন ধরে গোবিন্দ তাঁকে টাকা শোধ করার জন্য উত্তমকে চাপ দিচ্ছিলেন। এ নিয়েই ইদানীং গোবিন্দর সঙ্গে উত্তমের মাঝে মাঝেই বচসা চলছিল। বৃহস্পতিবার রাতে পরিকল্পনা করে গোবিন্দ কে মদের আসরে ডেকে পাঠায় উত্তম। জানায় যে তার টাকা শোধ করা হবে। দেউলপোতা থেকে কিছুটা দূরে একটি মদের দোকান থেকে মদ কেনে উত্তম। তারপর ফাঁকা জায়গায় আসর বসে। মদ খাওয়ার সময় গোবিন্দ টাকা চাইতেই শুরু হয় ঝগড়া। উত্তেজিত উত্তম পড়ে থাকা ইট নিয়ে গোবিন্দর মাথায় ও মুখে মারে। বাকিরা তাকে সহযোগিতা করে। মাথা-মুখ থেঁতলে দেওয়ার পর তাঁকে ফেলে দিয়ে পালায় অভিযুক্তরা। স্থানীয় লোকজন গোবিন্দকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে আইসি প্রদীপকুমার দাঁর নেতৃত্বে পুলিস বাহিনী এলাকায় যায়। রাত ১০টা নাগাদ পুলিস স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আশঙ্কাজনক গোবিন্দকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। এদিকে, এর আগে স্থানীয় লোকজন অভিযুক্ত উত্তম ও বাঁটুলকে একটি ক্লাবে আটকে রাখে। পুলিস রাতেই তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে।
সমগ্ৰ ঘটনার পর শুক্রবার উত্তেজিত জনতা অভিযুক্ত উত্তমের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় দমকল বাহিনী ও পুলিশ। সমগ্ৰ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত উত্তম পাত্র(৩৫) ও বাটুল মাইতি কে গ্রেপ্তার করেছে।
উত্তম পাত্র ও বাঁটুল মাইতিকে শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। নিহতের পরিবারের লোকজন উত্তম সহ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত। পুলিসকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তাঁরা। পুলিশ সূত্রে জানা যায়,
। গোটা ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, তাও জানার চেষ্টা চলছে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

সাংবিধানিক অধিকার ৩৫-এ (Article35-A) ধারা বিলোপ করতেই মোদী সরকারের এই আতঙ্কের পরিবেশ সৃষ্টি :মেহবুবা মুফতি

বিজেপির জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসাবে প্রধানমন্ত্রী স্বাক্ষরিত উন্নয়নের খতিয়ানের চিঠি বিলি।

Kolkata news :বিশ্ব স্বীকৃত ওআরএস এর স্রষ্টা চিকিৎসক দিলীপ মহলানবিশ পরলোকে

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করার জন্য কোনও সংবিধান সংশোধনীর প্রস্তাব নেই

বিষধর সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তি সাপ নিয়ে হাসপাতালে আতঙ্ক হাসপাতাল চত্বরজুড়ে

হাওড়ার মর্গ থেকে ৪৫ দিন পর পাওয়া গেলো পুলিশ অফিসারের লাশ !তীব্র ক্ষোভ পুলিশের গাফিলতির বিরুদ্ধে

ভারত বাংলাদেশের সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারির উদ্দেশ্যে ২২ কম্পানি বিএসএফ

হঠাৎ হলুদ ঝড়। আজ সকালে বেজিংয়ে যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। কিন্তু কেন ?

ব্যারাকপুরে ভরসন্ধ্যায় শুটআউট, ডাকাতির চেষ্টায় বাধা দিতেই স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন!

এবারের মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া ব্যবস্থা পর্ষদের, জরুরী হেল্পলাইন নম্বর থাকছে