Tuesday , 2 April 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

ভিভিপ্যাট নিয়ে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়লো নির্বাচন কমিশন

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
April 2, 2024 7:38 pm

news bazar24: এবার বিরোধীরা  নয়। ভিভিপ্যাট নিয়ে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়লো নির্বাচন কমিশন ৷ লোকসভা নির্বাচন থেকে বিধানসভা ভিত্তিক সমস্ত ভিভিপ্যাট স্লিপ গণনা করা সম্ভব কি না, কমিশনের কাছে তা জানতে চাইল দেশের শীর্ষ আদালত৷
উল্লেখ্য , আইনজীবী ও সমাজকর্মী অরুণ কুমার আগরওয়ালের আবেদন করা মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গভই ও সন্দীপ মিশ্রর বেঞ্চ৷
আদালত এ ব্যাপারে দেশের নির্বাচন কমিশনের জবাব তলব করেছে৷ আদালতের নির্দেশ ভাইরাল হতেই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টু্যইট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ৷ তিনি জানিয়েছে, ‘১০০ শতাংশ ইভিএমের ভোট ভিভিপ্যাটের সঙ্গে মিলিয়ে দেখার দাবি নিয়ে বারবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছিল ইন্ডিয়া মঞ্চের প্রতিনিধি দল৷ কিন্ত্ত কমিশন দেখা করতে অস্বীকার করেছে৷’
এখন পর্যন্ত প্রতিটি বিধানসভা এলাকায় রান্ডম সিলেকশনের মাধ্যমে পাঁচটি ইভিএম নির্দিষ্ট করে সেগুলির ভিভিপ্যাটের গণনা করা হয়৷ বহুকাল ধরে এমনটাই রীতি৷
এ ব্যাপারে সুপ্রিমকোর্টে আবেদন করে অরুণবাবু জানান, প্রতিটি ভোটার যেন ভিভিপ্যাটে নিজেদের নিজেদের স্লিপ নিজে হাতে জমা দিতে পারে এবং প্রতিটি ভোট গোনার ক্ষেত্রে যেন ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখা হয়৷ এর জন্য প্রতিটি কেন্দ্রে ভিভিপ্যাট সামলানোর জন্য অতিরিক্ত সময় ও অতিরিক্ত আধিকারিক নিয়োগ করারও আবেদন জানান তিনি৷ সেক্ষেত্রে ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে ভিভিপ্যাট স্লিপ গণনার কাজ সম্পূর্ণ হবে বলেও আদালতে জানিয়েছেন তিনি৷
ভিভিপ্যাট স্লিপের সঙ্গে ইভিএমে পড়া ভোট মিলিয়ে দেখা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের৷ ২০১৯ সালের লোকসভা ভোটের আগে একটি বিধানসভা কেন্দ্রের অন্তত ৫০ শতাংশ ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ২১টি বিরোধী রাজনৈতিক দল৷ তার আগে প্রতি বিধানসভা কেন্দ্রে যে কোনও একটি বেছে নেওয়া ইভিএমের ভিভিপ্যাট স্লিপ সেই ইভিএমের সঙ্গে মিলিয়ে দেখা হত৷ সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ইভিএমের সংখ্যা বেডে় হয় পাঁচ৷
আবেদনেকারীর তরফে আদালতে এও বলা হয়, সরকার প্রায় ২৪ লক্ষ ভিভিপ্যাট কেনার জন্য যেখানে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করেছে, সেখানে মাত্র ২০ হাজার ভিভিপ্যাটের স্লিপ যাচাই করা হবে কেন৷ এরপরই প্রতিটি ভিভিপ্যাটের স্লিপ গণনা বাধ্যতামূলক করার আবেদন জানানো হয়৷
এর আগে সব ইভিএমে পড়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’৷ গত বছরের জুলাই মাসে সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত মন্তব্য করে, নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনস্বার্থ মামলা অনেক সময়ে নির্বাচন নিয়ে খুব বেশি সন্দেহ তৈরি করে৷

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

স্কিন ক্যান্সারের চির শত্রু – গ্রীন টি

৫০ % নম্বর নয়, এবার থেকে সব বিএড উত্তীর্ণরাই বসতে পারবেন প্রাথমিক টেট পরীক্ষায়

ময়নাকাণ্ডে গ্রেপ্তার আরও এক তৃণমূল কর্মী

Malda Durgapuja:জেলার অন্যতম সেরা পূজো গুলোর মধ্যে মহানন্দা ক্লাবের এবারের থিম ৫১ শক্তি পীঠ

সারা বছর ধরে নিজেই গনেশের পূজা করুন,আর দেখুন চমৎকার ! জেনে নিন কিভাবে করবেন ?

ভারতের বাজারে আসতে চলেছে নোকিয়া সি৩২ ফোন, দেখে নিন দাম এবং ফিচার

মঙ্গলের উপগ্রহ – মানুষের হাতে অজানা তথ্য

থ্যালাসেমিয়া মুক্ত ও রক্তপূর্ণ বাংলা করার লক্ষ্যে রক্তের জন্য হাঁটুন পদযাত্রা

মালদহের চরম রক্ত সংকট মোচনে এগিয়ে এলো অতুল মার্কেটের ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা‌।

Bank fraud::নকল স্ট‍্যাম্প বানিয়ে ব্যাংক থেকে টাকা গায়েব, গ্রেপ্তার তিন।