Sunday , 22 October 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

বিদ্যাধরী নদীর পারে প্রাচীন দুর্গা মণ্ডপ ও পীর গোরাচাঁদের মাজার শরীফ সম্প্রীতির অনন্য নজির

প্রতিবেদক
kartik pal
October 22, 2023 1:04 am

Newsbazar24:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের হাড়োয়া বাজার কমিটির উদ্যোগে ৭৯ বছরে দুর্গাপুজো পা রাখল। এখানে রয়েছে শতাব্দী প্রাচীন দুর্গা মন্দির। আর ঠিক তার পাশে রয়েছে পীর গোরাচাঁদের মাজার শরীফ। তাই একে অপরের বিশ্বাসের উপর আস্থা রেখে প্রাচীন সংস্কৃতি ধরে রেখেছে। মাজার শরীফ অনুষ্ঠানে যেমন হিন্দু সম্প্রদায় মানুষ মুসলিম সম্প্রদায়ের কাঁধে কাধ রেখে ঔরস উৎসব পালন করেন। ঠিক দূর্গা পূজার সময় মুসলিম সম্প্রদায়ের ভাইরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব আনন্দে মাতেন এমনকি উৎসবের মূল কমিটিতে মুসলিম ভাইরা রয়েছেন দুর্গাপুজো শুদ্ধ আচার উপচার নিষ্ঠা মধ্য দিয়ে যাতে পুজিত হন দেবী দুর্গা তার সব রকম ব্যবস্থা করেছেন।

মুসলিম সম্প্রদায় মানুষ সেই প্রতিবছরের মতো এ বছরও হাড়োয়া বাজার কমিটি উদ্যোগে দুর্গাপূজায় সেই ছবি দেখা গেল। বিদ্যাধরী নদীর পাড়ে দুর্গাপুজোর উৎসবের মধ্য দিয়ে দুর্গা পুজোর কমিটির সদস্য শাহনাওয়াজ মোল্লা বলেন, হাড়োয়ার সম্প্রীতির সংস্কৃতি মেলবন্ধনের মাটি একে অপরের মধ্যে সংস্কৃতি কৃষ্টি জড়িয়ে রয়েছে। হিন্দু ভাইরা যেমন ঈদের সময় পাশাপাশি মাজার শরীফের অনুষ্ঠানে আমাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আনন্দ উৎসব মাতেন ।আমরা ঠিক দুর্গ পুজোর সময় তাদের এই পাঁচ দিন পাশে থেকে দেবী দুর্গার আরাধনায় মিলিত হই এখানে কোন ভেদাভেদ বিভাজন নেই জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে একাকার। দুর্গা পুজো কমিটির সদস্য রাজকুমার দে বলেন এ মাটি উভয় সম্প্রদায়ের মাটি বাবা পীর গোরাচাঁদের মেলার সময় আমরা উৎসবে মাটি সেখানে সমস্ত কাজের অংশীদার হই। এখানে কোন জাতি ভেদাভেদ নেই একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব আলিঙ্গন ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আমরা প্রতিটি উৎসবে সবাই এক জায়গায় হই। অভিনেত্রী চুমকি চৌধুরী বলেন, সম্প্রীতি সংস্কৃতি বেঁচে থাক এটাই বলব হাড়োয়ার মত জায়গায় এখনো দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের উৎসবে মিলিত হয়ে যে সম্প্রীতি সংস্কৃতির পুজোয় মিলিত হন সুন্দরবন তথা বাংলার মাটি তাও একবার প্রমাণিত। পুজোর কটা দিন বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ নাচ-গান যাত্রা এমনকি বিচিত্রার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুর্গা পূজার পাঁচ দিন মিলিত হয়। হাড়োয়ার মানুষ এই সম্প্রীতির দুর্গা পুজো দেখতে রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যের থেকে বহু দর্শনার্থীরা বিদ্যাধরী নদীর পারে ভিড় জমান। উপস্থিত ছিলেন হাড়োয়া সার্বজনীন পূজা কমিটি সভাপতি নারায়ণ চন্দ্র তালুকদার সম্পাদক চিত্তরঞ্জন মুখার্জি সহ-সভাপতি দীপক সেন সদস্য প্রবীরচন্দ্র পাল এবং রাজকুমার দে এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবীরা বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রী চুমকি চৌধুরী এবং শিকরাকুলিন গ্রামের মহারাজ।
****বসিরহাট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট****

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

সূর্য গ্রহণের সময় কিছু জাতকের ভাগ্য খুলে যেতে পারে

Malda:আর জি করের ঘটনার প্রতিবাদে মালদহে জুনিয়ার ডাক্তার ও হাউস স্টাফদের কর্মবিরতি

উত্তরবঙ্গের ‘বৈকুণ্ঠপুর জঙ্গল’ – এক অনন্য অনুভূতি

Siliguiry news:মাল বোঝাই চুরি যাওয়া ট্রাক উদ্ধার করল পুলিশ, গ্রেফতার এক

Malda Kali Puja:জেলার ঐতিহাসিক কালী পুজো গুলোর মধ্যে অন্যতম গঙ্গাবাগের ১০ মাথার কালি

এক ফ্রেমে তারকা সন্তানদের ভিড় দেখে ধেয়ে এল কটাক্ষের ঝড়

বিমান বন্দরে একটি কলার দাম ৫৬৫ টাকা

শ্যাম ভক্ত মণ্ডল সমিতির সাহায্যে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ।

পোষ্য কুকুরকে বিমানবন্দরে মেরে ফেললো তার মালিক 

বেআইনিভাবে মহানন্দা থেকে বালি তোলার প্রতিবাদে বি এল আর ও আধিকারীকদের ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর