Wednesday , 27 October 2021 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

বছরে একটি দিনে মানুষ আমায় স্বরণ করবেই করবে,তাতেই আমার তৃপ্তি ' মৃত্যুর আগ মুহূর্তে বলে ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
October 27, 2021 11:34 pm

 অশ্লেষা সেনগুপ্ত (news bazar24 )ঃ  দুর্গা পূজা মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া শোনা । আজও বাঙালি ঘরে ঘরে মহালয়ার দিন ভোরে বেজে ওঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর গলায় রেকর্ড করা গান গুলি। বলা বাহুল্য,  তাঁর অনুষ্ঠানের প্রথম সম্প্রচারের পরে কেটে গিয়েছে ৯০টা বছর

আসলেমহালয়াএকটি ধর্মীয় ও আবেক ময়  তিথি। পিতৃপক্ষের শেষে নব অরুণ আলোকের চাদর গায়ে জড়িয়ে আধো ঘুম থেকে জেগে ওঠা পাড়ায় আবেগ আজও  যিনি বাঁচিয়ে রেখেছেন  তিনিবীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

তাই এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সম্পর্কে ২ একটি কথা না বললেই নয়,-

নাতনি মন্দিরা ভদ্র চক্রবর্তীর কথায় , দাদু বেঁচে থাকতে সেই সময়কার  রেডিওর শিল্পীদের সমাগম ঘটতো এই দিনে সবাই শুভেচ্ছা জানিয়ে যেতেন। দাদুর সাথে গল্প করে যেতেন। তিনি  যতদিন না শয্যাশায়ী হয়েছেন নিজের ঘরে সকলের সাথে বসেই শুনতেন  মহালয়ার অনুষ্ঠান কোন কোন বছর আবার ভোর বেলাতেই চলে যেতেন আকাশবাণীর অফিসে

যদিও  তাঁর ঘরে আগের মতোই সকলে মিলে বসে শোনা না হলেও , প্রত্যেকের ঘরে স্তোত্রপাঠ শোনা হয় তাঁর ঘরটিও  সাজিয়ে রাখা হয়েছে ঠিক আগের মতোই তাঁর খাট , ব্যবহৃত আসবাব , টেবিল এমনকি যে রেডিওতে তিনি নিজের সৃষ্টিকে শুনতেন , সেটাও রাখা আছে একই ভাবে

এখন তাঁর বসত ভিটায় দিদি , নাতি নাতনি , ভাইরা বসবাস করেন তবে কালের নিয়মে এখন অনেকেই চলে গিয়েছেন ইহলোক থেকে  , যুগও বদলেছে তবে বলতেই হয় , বাণী কুমারের রচনায় , পঙ্কজ মল্লিকের সুরে এবং তাঁর স্তোত্রপাঠে মিথে পরিণত হওয়া মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানের সৌজন্যে তাঁর চন্ডী পাঠ মানেই আজও আপামর বাঙালির শ্রেষ্ঠ উৎসব , শারদোৎসবের ঢাকে কাঠি পড়ার সূচনা

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মূলত নিজের লেখা পড়া , গান , নাটক লেখালেখি নিয়েই ব্যস্ত থাকতেন সব সময়   বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সে সব দিকে বিশেষ মাথা ব্যাথা কোনোদিনই তাঁর ছিলোনা

শোনা যায় তিনি নাকি স্তোত্রপাঠ করার সময় পট্ট বস্ত্র পরে ধুপ দীপ জেলে তবেই বসতেন বাড়িতে পুজো হলে মন্ত্রোচ্চারণের দায়িত্ব নিতেন যদিও নাতনি মন্দিরা জানিয়েছেন দাদু কোনো দিনই পুজো পার্বনের দিকে বা ঠাকুরঘরের ছায়াও মাড়াতেন না।আচ্ছা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নামটার সাথে আপনার কেমন স্মৃতি জড়িয়ে আছে ?

  প্রসঙ্গে মন্দিরার অভিমত , যখন থেকে দাদুকে দেখছি , ততদিনে উনি পৌঁছে গেছেন বার্ধক্যের সীমায় বাড়িতেই থাকতেন অনুষ্ঠান কম করতেন তবে লেখালেখিতে ছেদ পড়েনি কোনোদিন আমরা পাশে বসলে  পরেও শোনাতেন আমি ওঁনার নাতনি জেনে অনেকেই আমায় অবাক হয়ে ওনার কথা জিজ্ঞেস করতেন

১৯৭৬ সালে মহালয়ার ভোরে উত্তম কুমারের স্তোত্র পাঠে দূর্গা দুর্গতিহারিনী সম্প্রচারিত হয়েছিল , বীরেন বাবুর অনুষ্ঠানের পরিবর্তে সেই নিয়ে বীরেনবাবুর প্রতিক্রিয়া কি ছিল জানতে চাওয়া হলে , নাতনি জানান স্বয়ং উত্তম কুমার নিজে এসে দাদুকে অনুষ্ঠান শোনার জন্য অনুরোধ করে গিয়েছিলেন মহালয়ার দিন উত্তম কুমারের স্তোত্র পাঠে দূর্গা দুর্গতিহারিনী সম্প্রচারিত হলো, তার পরেই তুমুল বিক্ষোভ প্রতিবাদের ফলে সেই বছর মহা ষষ্ঠীর দিন সকাল বেলায় পুনরায় সম্প্রচারিত হয়েছিল মহিষাসুরমর্দিনী । দাদু কিন্তু নিজের থেকে রেগে যাননি , বা উত্তেজিত হননি । দাদু বরাবরই খুব শান্ত , ঠান্ডা মাথার মানুষ ছিলেন শুধু জানিয়েছিলেন , ভালো তো , নতুন কিছু হলে , মানুষের পছন্দ হলে তো ভালোই হবে  

১৯৯১ সালের নভেম্বর বাঙালির গর্ব বীরেন্দ্র অমৃতলোকে যাত্রা করেন বেতার কে নতুন করে ভালবাসতে শিখিয়ে ছিলেন তিনি।  আক্ষরিক অর্থে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কিন্তু বেতার কি তাঁকে যথাযোগ্য সম্মান দিতে পেরেছে ?

বীরেন্দ্র  বাবুর শেষ বয়সের একাধিক সাক্ষাৎকারে তাঁর গলা থেকে  বেরিয়ে এসেছে অভিমান , হতাশা | বার বার বলতেনভাবতেই পারিনি সবাই আমাকে ভুলে যাবে… '  তবে নিজেই বলতেন , আমার বিশ্বাস আমাকে ভুলে গেলেও বছরে এক বার সেই দিনটিতে স্মরণ করবেই করবে। তাতেই আমার তৃপ্তি।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল চার কিশোর, মৃত ১, নিখোঁজ ২

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদহ জেলা শাখার পক্ষ থেকে ত্রান বিলি

গাজোল ও ইংলিশ বাজার ব্লকে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সভা।

৩০ হলেই কুঁচকে যাচ্ছে চামড়া! ত্বক টানটান রাখতে ৫টি সহজ পদ্ধতি মেনে চলুন।

QR কোড স্ক্যান করলেই জানতে পারবেন গাছের পরিচয়

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনটি গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন

রাশিফল — 27 February

নিয়ামতপুর ইসলামীয়া গার্লস হাই স্কুলে ৫০লক্ষ টাকা খরচে তিনটি কাজের শুভ সূচনা করলেন মেয়র বিধান উপাধ্যায়

মালদা জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে দুয়ারে শিক্ষা দপ্তরের পঞ্চম দফায় কর্মসূচি অনুষ্ঠিত

করোনা আবহে আসন্ন দুর্গা পূজা প্রস্তুতি নিয়ে পুজোকমিটিগুলির সাথে বৈঠক