Tuesday , 24 September 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

ফরেনসিক মেডিসিনের অধ্যাপকের বিস্ফোরক স্বীকারোক্তি, জলদি ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইবে’! কে বলেছেন?

প্রতিবেদক
kartik pal
September 24, 2024 12:06 am

আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় রহস্যের জাল আরো বিস্তৃত হচ্ছে! সিবিআই ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে তলব করেছিল। জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দফতর থেকে বেরনোর সময় অধ্যাপক অপূর্ব বিশ্বাস বলেন, নিহতের তড়িঘড়ি ময়নাতদন্তের জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল! জলদি ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইবে, নির্যাতিতার ‘কাকা’র পরিচয় দিয়ে এক ব্যক্তি এই কথা বলেছিলেন বলে দাবি করেন তিনি।
সূত্রে জানা যায়, কাকা পরিচয়ের ঐ ব্যক্তি বলেন, তাঁকে টার্গেট করা হচ্ছে। আরও জানা যায়, তিলোত্তমার ‘কাকা’ প্রাক্তন কাউন্সিলর। সেই সঙ্গেই নির্যাতিতার প্রতিবেশী। প্রতিবেশী হিসেবে তিনি বার্নিং সার্টিফিকেটে সই করেছিলেন। কারণ তিনি জানান তিলোত্তমার বাবা-মায়ের সেই অবস্থা ছিল না। আমি এমন কোনও ভিআইপি ব্যক্তি নয় যে আমার কথায় তাড়াতাড়ি ময়নাতদন্ত হয়ে যাবে।
পাল্টা ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে তোপ দেগে তিনি বলেন, অপূর্ববাবু ভুল বলেছেন। একজন শিক্ষিত মানুষ হয়ে এভাবে বলছেন, এটা খুবই লজ্জার ব্যাপার। এ বিষয়ে আইনের সাহায্য নিচ্ছি।
কীভাবে এই কথা উঠল আমি বুঝতে পারছি না’।
তিনি আরো জানান, আরজি করের নিহত ডাক্তার তাঁর মেয়ের বয়সী। এফআইআর-টাও তিনিই লিখে দিয়েছিলেন। যদি কোনও অভিসন্ধি থাকতো, তাহলে এফআইআর লিখতেন না বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে প্রশ্ন ‘নির্যাতিতার বাড়ির কেউ অভিযোগ করছেন না তো?’
এ বিষয়ে,এক এলাকাবাসী জানান উনি বাম জমানায় কাউন্সিলর ছিলেন, বর্তমানে তৃণমূল করেন। টিভিতে এসব দেখে অবাকই লাগছে! ওনার মতো লোক এমনটা কেন বলতে গেলেন? ভেবে অবাক লাগছে?’
আর এক প্রতিবেশী বলেন, তিনি তিলোত্তমার ‘কাকা’কে চেনেন। তবে কেমন লোক সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। এদিকে অপূর্ব মুখ খোলার পর এই বিষয়টি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে দাবি করেন, চিকিৎসককে ‘রক্তগঙ্গা বইয়ে দেওয়ার’ কথা বলা সেই ব্যক্তির নাম সঞ্জীব মুখোপাধ্যায়। পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর। বর্তমানে তৃণমূলের অংশ এবং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। এই পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকেও সেদিন শ্মশানে খুব তৎপর হয়ে দেহ দাহ করতে দেখা গিয়েছিল।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

“দেশের স্বার্থের পরিপন্থী এমন কোনও কিছুই বরদাস্ত করা হবে না” দীপাবলিতে সেনাদের বার্তা প্রধানমন্ত্রীর

মালদা জেলায় এন আর সির বিরোঢিতা করে জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা।

বাড়িতে চলছে দেহ ব্যবসা ! গ্রেফতার দম্পতি ও উদ্ধার ৬ জন তরুণী।

গ্রেটার কোচবিহারের দাবিতে আবার রেল আবারোধ

মালদা শহরে বোমা বিস্ফোরণ, বোমা বিস্ফোরণে জখম ৬ বছরের এক শিশু

মাত্র কয়েকজন নেতাকে দিল্লী ডাকলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। অসন্তোষ রাজ্যে

যানজটে জেরবার দিল্লি, আর্জি অফিস না যাওয়ার

‘’স্বামীকে খুন করলেও স্ত্রী পারিবারিক পেনশন পাবেন’’ জানিয়ে দিলো কোর্ট

False robbery case of Malda:শুক্রবার সন্ধ্যায় শহরের বুকে মিথ্যা ছিনতাইয়ের অভিযোগের আসল সত্য উদঘাটিত করল পুলিশ

১২ দিনের মাথায় আবার শুট আউট মালদায়, গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি