news bazar24 : দেশের বিভিন্ন জায়গায় যখন শীত বাই বাই করতে চলেছে ঠিক সেই সময় প্রবল তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে জম্মু ও কাশ্মীরে।
গত রবিবার রাত থেকেই তুষারপাত শুরু হয় জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। যার জেরে গত কয়েকদিন ধরেই ব্যাহত হয় জনজীবন।
এদিকে গত দুই একদিন থেকেই জম্মু ও কাশ্মীরের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে ঘোরা ফেরা করছে। স্থানীয় মানুষেরা বরফে জমা ডাল লেকে শিকারা চালাতে, কখনও আবার বরফে ঢাকা কাঠের ব্রিজের উপর দিয়ে চলাচল করতেও দেখা যাচ্ছে।
স্থানীয় মানুষদের অভিযোগ, বেশ কিছু জায়গায় জলের ঘাটতি দেখা গেছে। বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাও কিছু এলাকায়। অধিকাংশ স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে।