Thursday , 1 August 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

প্রকৃতির তাণ্ডবে ধ্বংসলীলা ওয়েনাডের পর এবার হিমাচল প্রদেশে, নিখোঁজ অর্ধশতাধিক

প্রতিবেদক
kartik pal
August 1, 2024 11:51 pm

Newsbazar24:কেরালার ওয়েনাডে পর প্রকৃতির ধ্বংসলীলায় হিমাচল প্রদেশ । মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসছে হিমাচল প্রদেশ। রাজ্যের বিভিন্ন অংশের মেঘ ভাঙ্গা বৃষ্টি।এখনও পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক নিখোঁজের খবর পাওয়া গেছে পাশাপাশি মৃত্যুরও খবর সামনে আসছে। নিখোঁজদের খোঁজে চলছে জোরকদমে তল্লাশি। উদ্ধারকাজে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। হিমাচল প্রদেশের মাণ্ডিতেও মেঘ ভাঙা বৃষ্টি নেমেছে। তবে সবথেকে ভয়াবহ সিমলার কাছে রামপুরে। সেখানে মেঘ ভাঙা বৃষ্টিতে জলের তোরে ভেসে গিয়েছে গোটা একটি গ্রাম নিখোঁজ সেই গ্রামের ২০ থেকে ২৫ জন।জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরাও উদ্ধারকাজে নিয়োজিত। এদিকে, মেঘ ভাঙা বৃষ্টিতে রাস্তার সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিপর্যয়স্থলে পৌঁছাতে উদ্ধারকারী দলকে বারে বারে বাধা সম্মুখীন হতে হচ্ছে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু টুইট করে লিখেছেন, “সিমলার রামপুর তহশিল, মান্ডি জেলার পাধার তহশিল এবং কুলুর নির্মন্দ গ্রাম জাওন গ্রামে মেঘ ভাঙা বৃষ্টিতে ৫০ জনেরও বেশি মানুষের নিখোঁজ হওয়ার খবর মিলেছে। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, হোম গার্ড এবং ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে।”
অন্যদিকে, বৃষ্টি-ধসের জেরে ভয়াবহ পরিস্থিতি ওয়েনাডে। এখনও সেখানে চলছে উদ্ধার কাজ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে মৃতের সংখ্যা প্রায় ৩০০ এর কাছাকাছি পৌঁছেছে। সেখানেই বুধবার যাওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। তাঁর সঙ্গেই সেখানে যাওয়ার কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধীরও। তবে আবহাওয়া খারাপ থাকার কারণে যেতে পারেনি তাঁরা। নিজেদের এক্স হ্যান্ডেলে টুইট করে সেই কথা জানিয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত