Tuesday , 22 October 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

পুলিশ নিষ্ক্রিয় হলে মানুষ ডুগডুগি বাজিয়ে রহিম বক্সীকে বাঁদর নাচাবে, রহিম বক্সিকে বেলাগাম আক্রমণ সিপিএম নেতা শতরূপের

প্রতিবেদক
kartik pal
October 22, 2024 9:11 pm

Newsbazar24:আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলনকারীদের গণধোলাই দেওয়ার হুমকি দিয়েছিলেন মালদার জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসি। তারই পালটা জেলা তৃণমূল সভাপতিকে বেলাগাম আক্রমণ সিপিআই(এম) নেতা শতরূপ ঘোষের। কার্যত তিনি তৃণমূল ও পুলিশকে ধুয়ে দিলেন।
রহিম বকসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “পুলিশের কোলে বসে গণধোলাইয়ের ভয় দেখাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, সাহস থাকলে এক বেলার জন্য পুলিশকর্মীদের কর্মবিরতিতে পাঠান । তারপর রহিম বকসি আসুন গণধোলাই দিতে । মানুষ ডুগডুগি বাজাবে আর রহিম বকসি দাঁড়িয়ে বাঁদর নাচ নাচবে ।” শতরূপের এমন মন্তব্যকে অবশ্য পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা আবদুর রহিম ।
সোমবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে সিপিএমের শ্রমিক কৃষক যুবক ও মহিলা সংগঠনের ডাকে আর জি করের ঘটনা সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শতরূপ ঘোষ ছাড়াও ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা,নিরাপদ সরকার, কনীনিকা বোস ঘোষ, মোনালিসা সিনহা, জামিল ফিরদৌস, অম্বর মিত্র সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দরা । স্থানীয় বেশ কিছু মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সারারাত ধরে মঞ্চে চলে গণসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি ।
এদিন শতরূপ তার বক্তব্যে জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বকসিকে বেলাগাম আক্রমণ করে বলেন, “আরজি কর ইস্যুতে যাঁরা বিচার চাইছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলছেন, দুর্গাপুজো এসেছে । এক মাস অনেক প্রতিবাদ হয়েছে । এবার উৎসবে ফেরা হোক । মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা বাঁদরগুলো গোটা রাজ্যে ছড়িয়ে রয়েছে। তার মধ্যে একজন আবদুর রহিম বকসি ।শতরূপ আরও বলেন, “ক’দিন আগে রহিম বকশি এক সভায় বলেছিলেন, আরজি করের ঘটনার প্রতিবাদ করে যাঁরা রাস্তায় নেমেছেন, তাঁদের গণধোলাই দেওয়া হবে । ওই মঞ্চে আবার সাবিত্রী মিত্রের মতো নেত্রী বসে রয়েছেন । আরজি করে তিলোত্তমার ধর্ষকদের কেউ কি তাঁর বাড়ির লোক ? আরজি করের ঘটনায় যাঁদের নাম বেরিয়ে এসেছে, তারা কেউ পলিগ্রাফ বা নার্কো টেস্টে রাজি হচ্ছে না । তাঁরা নাকি সবাই ধোয়া তুলসীপাতা । সব নাকি সঞ্জয় রায়ের দোষ । ধৃত সন্দীপ ঘোষ হাসপাতালের ওষুধ বিক্রি থেকে শুরু করে মৃতদেহের সঙ্গে নোংরা ভিডিয়ো বানিয়েও বিদেশের সঙ্গে ব্যবসা করত ।আবাস যোজনা প্রসঙ্গে তিনি বলেন, “এটা কেন্দ্রের যোজনা । সব মানুষকে বাড়ি তৈরির করে দেওয়ার মতো টাকা রাজ্যের নেই । অথচ, তৃণমূল এই প্রকল্পকে নিজেদের বলে চালাচ্ছে । এবার মানুষ এই প্রকল্পের টাকা না পেলে কিন্তু একটা তৃণমূল নেতার বাড়িও আস্ত থাকবে না ।”
পাল্টা আবদুর রহিম বকসি বলেন, “ওই পাগলের কথার আর কী উত্তর দেব ? রাজ্যের মানুষ ওদের ছুড়ে ফেলে দিয়েছে । একটা আসনেও জিততে পারে না জনপ্রতিনিধি হতে পারে না । এসব কথা বলে মানুষকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে । এসব কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না ।”

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

‘কাঁকরোল’ খান –  নানা অসুখ দূরে পালাবে

হোলিেত ভিড় দূর করতে দুটি স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল ওয়ে, জানুন বিস্তারিত

১৩ তম মালদহ জেলা মাদ্রাসা অ্যাথলেটিক মিট ২০২৩ অনুষ্ঠিত হল

পিএসির চেয়ারম্যান পদে মুকুল রায়ের মনোনয়ন নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা বিজেপির।।

নদীয়ায় থানার থানার গাড়ি চালককে খুনের চেষ্টা

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের বিজয়া সম্মেলনীকে বিসর্জন সম্মেলনী বলে কটাক্ষ শংকরের

IPL 2022 :: গুজরাট টাইটান্সের প্রথম পরাজয়,৮ উইকেটে জয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ।

তৃণমূল বিজেপি সংঘর্ষ ,আহত চার তৃণমূল কর্মী

Siliguri news:জরাজীর্ণ বহুতল আতঙ্কিত বহুতলের বাসিন্দারা

রান্না – ‘অভিনব ধোঁকার ডালনা’