Thursday , 29 June 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

তিন দিন পরে উদ্ধার হল নিখোঁজ শিশুর দেহ

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
June 29, 2023 11:40 am

NEWS BAZAR24:
প্রায় তিনদিন নিখোঁজ থাকার পর অবশেষে চার বছরের এক শিশুর দেহ উদ্ধার করা হলো লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকার ২৪ নম্বর রেলগেটে। নিখো যাওয়া দিন শিশুটির পরিবারের তরফ থেকে লেকটাউন থানায় নিখোঁজ হওয়ার একটি ডায়েরি করা হয়েছিল। বুধবার ওই শিশুটির দেহ উদ্ধারের পর এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়।।

স্থানীয় সূত্রে খবর, রবিবার বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল ওই ছোট্ট শিশুটি। ইস্তাবরেজ আনসারী নামে ওই ছোট্ট শিশুটি বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। শিশুটির বাবা ফল বিক্রি করেন। পরিবারের তিন সন্তানের মধ্যে এই শিশুটি মেজ সন্তান। নিখোঁজ হওয়ার তিনদিন পর একটি বড় গর্তের মধ্যে থেকে উদ্ধার হয়েছে সেই দেহ।।

এই প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, নিখোঁজ ডায়েরীর পাশাপাশি লেক টাউন থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। শিশুটির দেহ উদ্ধারের পর স্বাভাবিকভাবেই ঈদের সময় এলাকা জুড়ে ছড়িয়েছে শোকের আবহাওয়া। তবে শিশুটি খোঁজার ক্ষেত্রে পুলিশের গাফিলতি ছিল বলে অভিযোগ শিশুটির পরিবারের তরফ থেকে। দেহ উদ্ধারের পর বিধাননগরের নগর পাল গৌরব শর্মা সহ পদস্থ আধিকারিকদের অনেকেই ঘটনাস্থলে যান। আসেন স্থানীয় বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু।

এই প্রসঙ্গে বিধান নগর কমিশনারেট জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর গুরুত্ব দিয়েই শিশুটিকে খোঁজা হয়েছিল। এলাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছিল। ফুটেছে শেষ শিশুটিকে যেখানে দেখা গেছিল সেখান থেকে উদ্ধার করা হয় দেহ। যেখান থেকে এই শিশুটির দেহ উদ্ধার করা হয়েছে সেটা আসলেই একটি বড় গর্ত যা জলে পরিপূর্ণ ছিল। ওপরে ছিল আবর্জনা। গর্তটি দেখেই সন্দেহ হওয়ায় জলের মধ্যে লোক নামিয়ে উদ্ধার করা হয় দেহটি। ময়নাতদন্ত করা হলে মৃত্যুর কারণ জানা যাবে তবে শিশুটির দেহে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি।

যদিও স্থানীয়দের একাংশে দাবি অনুযায়ী সিসিটিভি ক্যামেরায় শিশুটিকে শেষ যে জায়গায় খেলতে দেখা গিয়েছিল দেহ পাওয়া গেছে একেবারে অন্যদিকে। ঘটনার মধ্যে অন্য কোন রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখার জন্য দাবী জানিয়েছেন স্থানীয়রা।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা