Tuesday , 1 October 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

তদন্তে অসহযোগিতা করার অভিযোগে ৭ ডাক্তারকে অবিলম্বে গ্রেফতার করা উচিত, আদালতে ডাক্তারদের আইনজীবী

প্রতিবেদক
kartik pal
October 1, 2024 1:05 am

Newsbazar24 সুপ্রিম কোর্টে সোমবারআরজি কর মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল দুপুর দুটোয় কিন্তু অন্যান্য মামলা থাকায় শুনানি শুরু হয় বৈকাল চারটায়। এদিনের শুনানিতে উপস্থিত ছিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার, জুনিয়র ডাক্তারদের। আইনজীবী ইন্দিরা জয়সিংহ, করুণা নন্দীরাও ছিলেন এছাড়াও ছিলেন রাজ্যের আইনজীবী আস্থা শর্মাসহ প্রায় প্রায় ২০০-র বেশি আইনজীবী।
এদিন আদালতে প্রথমেই নির্যাতিতার পরিবারের চিঠি জমা দেন আইনজীবী ইন্দিরা জয়সিং। নির্যাতিতার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও আদালতে জানান তিনি। এ ছাড়াও নির্যাতিতাকে নিয়ে শর্ট ফিল্ম বন্ধের দাবি জানান আইনজীবী বৃন্দা গ্রোভার।এই বিষয়ে অবিলম্বে আদালত হস্তক্ষেপ করে বন্ধ করার আহ্বান জানান। পাশাপাশি এই বিষয়ে নোডাল অফিসার নিয়োগ করা ও ইমেইল আইডি চালু করা আর্জি জানান ইন্দিরা। সে বিষয়ে প্রধান বিচারপতি জানান, “আমরা এই নিয়ে আগেই নির্দেশ দিয়েছি।” সলিসিটর জেনারেল তখন জানান, এটি রাজ্যের দেখা উচিত। নির্দিষ্ট করে কোথায় পোস্ট হচ্ছে সেই বিষয়ে পরিবারের তরফে জানানো হলে বিষয়টি দেখা হবে।
জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং আদালতকে আরও জানান, এই ঘটনা সাধারণত খুন বা ধর্ষণের ঘটনা নয়। এর সঙ্গে জুড়িত রয়েছে প্রায় চারজনের নাম। তাদের মধ্যে দুজনের নাম সিবিআইকে জানানো হয়েছে। তদন্তে অসহযোগীতা করার অভিযোগে হাসপাতালের সাত জনকে সাসপেণ্ডের দাবি জানান তিনি। ইন্দিরার যুক্তি, তাঁরা এখনও হাসপাতালে কাজ করছেন এবং তাঁরা প্রভাব খাটাতে পারেন। একই আর্জি জানান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর আইনজীবী করুণা নন্দীও।
এদিন আরজি কর মামলায় সুপ্রিম শুনানিতে সিসিটিভি বসানো প্রসঙ্গে জানতে চাওয়া হলে রাজ্যের আইনজীবী জানান, আগামী ১৫ অক্টোবরের মধ্যে ২৮টি হাসপাতালে সিসিটিভি বসানো এবং শৌচাগার নির্মাণ ও সংস্কারের কাজ হয়ে যাবে। সে কথা শুনে প্রধান বিচারপতি নির্দেশ দেন, রাজ্যকে নিশ্চিত করতে হবে যাতে ৩১ অক্টোবরের মধ্যে কাজ সম্পূর্ণ হয়।
পাশাপাশি আজ, খুন এবং ধর্ষণের ঘটনা এবং আর্থিক দুর্নীতি দু’টি বিষয়েই স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের তদন্তের স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি জানান, চোখে গুরুতর আঘাত লেগেছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। ঘুমন্ত অবস্থায় কী ভাবে তা সম্ভব? মৃতদেহ চশমা পরা অবস্থায় পাওয়া গেল কী করে, প্রশ্ন করলেন প্রধান বিচারপতি। যদিও আইনজীবী জানান, সিজার লিস্ট অনুয়ায়ী জানা গিয়েছে, মৃতদেহের পাশে চশমা ভাঙা অবস্থায় পড়ে ছিল।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

মালদহ জেলায় “এই সময়ের থিয়েটারের সংকট ও সম্ভাবনা” নিয়ে অন লাইন আলোচনা সভা ।

মালদহের আইহোতে মাইকেল মধুসূদন দত্তের মূর্তি এবং ট্রাফিক সিগনাল ব্যাবস্থার উদ্বোদন

Kolkata news:আক্রান্ত কর্মীদের বাড়িতে বিজেপির পর্যবেক্ষক, কটাক্ষ তৃণমূলের

ছেলে তৈমুরকে সঙ্গে নিয়ে দার্জিলিং বেড়াতে আসলেন খোদ সৈফ আলী খান।

হবিবপুর ব্লকে কৃষক বন্ধু প্রকল্পে চাষীদের চেক বিলি।

কেন রাধার সঙ্গে রঙ খেলায় মেতে উঠেছিলেন কৃষ্ণ ?

Durga Puja 2023:জমিদার বাড়ির প্রাচীন ঐতিহ্য মেনেই আজও পুজো করে চলেছেন মেখলিগঞ্জের রানীরহাটের বাসিন্দারা

গরমেও ত্বকের জেল্লা ধরে রাখতে চান? ভরসা রাখুন চন্দনে

যে নদীতে ডুব দিলেই মাংস গলে কঙ্কাল হয়ে যায় , এমন নদীর কথা কখনো শুনেছেন ?

মালদহে এক সবজি বিক্রেতা খুন