Monday , 15 July 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

টাক্স ফোর্স মাঠে নামলেও খুচরো বাজারে সবজির দাম বাড়ছে, ক্ষুব্ধ আমজনতা

প্রতিবেদক
kartik pal
July 15, 2024 1:42 am

Newsbazar24:টাস্কফোর্স জেলা জুড়ে বাজার পরিদর্শন করলেও সবজি বাজারের দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হুহু করে বাড়ছে বাজারে সবজির দাম। এভাবে মূল্যবৃদ্ধি হলে শাকসব্জি ক্রমশ সাধারণের নাগালের বাইরে চলে যাবে বলে জনতার আশঙ্কা।
যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন ১০ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে। এক্ষেত্রে তিনি টাস্কফোর্সকে বিশেষ উদ্যোগ নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন। রাজ্যের দু একটি জেলায় কিছুটা সবজির দাম কমলেও, মালদা জেলায় বিশেষ করে ইংরেজবাজার শহরের বেশ কিছু বাজারে সবজির দাম এখনো নিয়ন্ত্রণে আসেনি। আর এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
প্রাইকারি ও খুচরো বাজারে দামের আকাশ পাতাল তফাৎ দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে বাজারে টাস্কফোর্স পরিদর্শন করলেও কেন সবজির দাম কমছে না সেই নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। আমাদের প্রতিনিধি মালদা শহরের বেশ কিছু বাজার পরিদর্শন করে সবজির দাম সংগ্রহ করেছেন

পাইকারি বাজার ও খুচরো বাজারের মধ্যে পার্থক্যটা কতটা জেনে নিন
*ইংরেজবাজার রেগুলেটেড পাইকারি বাজার দর কিলো প্রতি (পাইকারি বাজার)*
আলু = ২৬-২৭ টাকা,গাজর = ৩০ টাকা,বেগুন = ৩৫ – ৪০ টাকা,লংকা = ৬৫- ৭০ টাকা,পেঁপে = ২৫- ৩০ টাকা,শসা = ৪০ টাকা,পিয়াজ = ৩৫- ৩৬ টাকা,
রসুন =১৭০-১৮০ টাকা,আদা = ১০০-১৫০ টাকা
করলা = ৫০- ৬০ টাকা,বিনস ক্যাপসিকাম ১২০-১৬০ টাকা ও টমেটো=৫৫-৬০ টাকা

পাইকারি বাজারের সবজি বিক্রি হচ্ছে


*দুই নম্বর গভমেন্ট কলোনি খুচরো বাজার এর সবজির দাম কিলো প্রতি*
আলু = ৩০-৩২ টাকা,পিয়াজ= ৪০ টাকা, আদা= ২০০ টাকা, রসুন= ২৫০ টাকা,বেগুন=৬০ টাকা, কাকরোন =৬০ টাকা,করলা= ৮০ টাকা,পটল= ৫০ টাকা,ভেন্ডি =৫০ টাকা,বিনস ক্যাপসিকাম ১৬০ টাকা, গাজর=৫০ টাকা ও টমেটো=৭০-৮০ টাকা
*ইংলিশ বাজারের ঋষি বঙ্কিমচন্দ্র মকদমপুর বাজার সবজির দাম কিলো প্রতি*
আলু = ৩০-৩২ টাকা,পিয়াজ= ৪০ টাকা,আদা= ২০০ টাকা, রসুন= ২০০ টাকা,বেগুন=৬০ টাকা, কাকরোন =৬০ টাকা,করলা= ১০০ টাকা,পটল= ৬০ টাকা,ভেন্ডি =৬০ টাকা,বিনস ক্যাপসিকাম ১৬০ টাকা, গাজর=৫০ টাকা,টমেটো=৭০-৮০ টাকা ও লঙ্কা = ১০০ টাকা।
ইংলিশ বাজার রেগুলেটেড সবজি বাজারের সম্পাদক তরুণ ঘোষ জানান সরকারি নিয়ম মেনে আমরা সবজি বিক্রি করছি তবে এখান থেকে জেলার বিভিন্ন এমনটি শহরের বিভিন্ন প্রান্তের খুচরো অনেক ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে সবজি কিনে নিয়ে তারাই চড়া দামে বিক্রি করছে। প্রশাসন এই বিষয়ে নজর দিয়ে দেখুক। তবে এবারে জেলায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়াতে গরমে সবজির অনেক ক্ষতি হয়েছে ফলন কম ।
খুচরো বিক্রেতা যদু চৌধুরী ,সুধীর মন্ডল, সঞ্জয় কুন্ডু জানান সবজির মার্কেটের দাম বাড়ছে কারণ তাদেরকেও প্রাইকারী বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে। বস্তা সহ একদাম আর বস্তা না নিলে খোলা অবস্থায় নিলে আরেক দাম নিচ্ছে। সে ক্ষেত্রে সবজির দাম খুচরো বিক্রিতে তাদের বাড়াতে হচ্ছে। এছাড়াও চাহিদা অনুযায়ী বাজারে সবজির যোগান কম।
তবে সাধারণ মানুষের অভিযোগ অবিলম্বে সবজির দাম নিয়ন্ত্রণে আনা হোক। দিনের পর দিন সবজির দাম বাড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন। কিন্তু তাদের পরিদর্শনেও বাজারে কোন প্রভাব পড়ছে না। লক্ষ লক্ষ টন আলু গোডাউনে পড়ে রয়েছে টাস্ক ফোর্স কি করছে ?কেন সবজির দাম বৃদ্ধি নিয়ে তারা আগে থেকে কোন পদক্ষেপ করল না কেন তারা বাজারে ভিজিট করল না।
আর এই সবজির দাম বাড়াকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রাজ্যের যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, তৃণমূলের সরকার ভোট লুট করে বাংলায় ক্ষমতা এসেছে। সবজির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়াতে দিনমজুর সহ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেন। শীঘ্রই জিনিসপত্রের দাম না কমলে রাজ্য বিজেপি যুব মোর্চার মাঠে নেমে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে এই অগ্নিমূল্য সবজির দাম কমানোর বিষয়ে পথ নেমে প্রতিবাদ করবে।
মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুন্ডু জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজির দাম নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। মালদা জেলা জুড়ে টাস্ক ফোর্স সমস্ত বাজারের ভিজিট করছেন। সবজি বাজারে দাম যাতে নিয়ন্ত্রণে আনে সে বিষয়ে তারা চেষ্টা করছে। আর কিছুদিনের মধ্যে বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। আর বিজেপির যে অভিযোগ সে অভিযোগের উত্তর দেওয়ার আমি কিছু প্রয়োজন মনে করি না।
মালদার জেলা শাসক নীতিন সিংঘানিয়া জানান ইতিমধ্যেই ১৭ টি টাক্স ফোর্স গঠন করা হয়েছে। তারা প্রতিটি বাজার হাট পরিদর্শন করছেন আমি ইতিমধ্যেই আড়তদার ও কোল্ড স্টোরেজের মালিকদের নিয়ে সোমবার বসতে চলেছি । এক্সপোর্টারদে নিয়ে ইতিমধ্যেই বসা হয়েছে। অনেকটা সবজি বাজারের দাম নিয়ন্ত্রণ এসেছে ত অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার এক আধিকারিক নজরদারি চালাচ্ছেন। দ্রুত দাম নাগালের মধ্যে চলে আসবে বলে আমরা আশাবাদী।এদিন ইংলিশবাজার ব্লকের অমৃতি বাজারেও অভিযান চলে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

মালদা ঃ পঞ্চায়েত দপ্তরের কর্মিকে বন্দুকের বাট দিয়ে খুনের চেষ্টা প্রধানের বিরুদ্ধে

বিবাহিত জীবনের বন্ধন ধরে রাখার গোপন মন্ত্র এবার দুই মলাটে

করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় এলেন মুখ্যমন্ত্রী । ভিডিও দেখে জেনে নিন কি বললেন মুখ্যমন্ত্রী

মালদার ঝলঝলিয়া ব্যারাক কলোনি এলাকায় অনুষ্ঠিত হলো সন্তোষী মায়ের বাৎসরিক পুজা

বিজেপি জন্ম সূত্রেই বাংলার , বহিরাগত ' অস্ত্রে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন নরেন্দ্র মোদী

‘দিদিমণির টালির বাড়ি থেকে এক একটা করে টালি খুলে পড়ছে’ মানিকচকে দিলীপ ঘোষ

चांचल 61 राष्ट्रीय राजमार्ग पर तृणमूल छात्र परिषद के कार्यकर्ताओं मासिक पैक बढ़ने के विरोध में सड़क पर उतरे

আবার ‘মিস্টার এশিয়া’ সোনা জয় বারাসাতের গৌরবের

IPL 2025: আইপিএলের টিকিট কিভাবে কোথায় পাওয়া যাবে জানতে পড়ুন

আজ থেকে গৌড় এক্সপ্রেস ট্রেনে যাত্রা করলে দেখতে পাবেন অনেক পরিবর্তন ! জানুন বিস্তারিত