Tuesday , 29 April 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির জয়জয়কার, কাউন্সিল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ এবিভিপি

প্রতিবেদক
kartik pal
April 29, 2025 4:38 pm

Newsbazar24:দীর্ঘ বেশ কয়েক বছর পর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির জয়জয়কার। দীর্ঘদিন ধরে বাম এবং অতিবামদের কব্জায় ছিল জেএনইউ ছাত্র সংসদ। আর সেখানেই কাউন্সিলর নির্বাচনে বাজিমাত করল গেরুয়া অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যদিও কেন্দ্রীয় শীর্ষ পদগুলির চারটির মধ্যে তিনটিতেই নিজেদের আসন ধরে রেখেছে বামেরা।
প্রসঙ্গত গত ২৫ এপ্রিল ছাত্র সংসদ নির্বাচন হয় জেএনইউ-তে। রবিবার সন্ধে গড়িয়ে যায় ফলাফল স্পষ্ট হতে। সোমবার সকালে সরকারিভাবে ফলাফল ঘোষিত হয়। কেন্দ্রীয় প্যানেলের তিন শীর্ষ পদ সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ বাম এবং অতিবামদের দখলেই থাকলো। অন্যদিকে যুগ্ম সম্পাদকের পদে দীর্ঘ ৯ বছরের খরা কাটাল এবিভিপি। বাকি আসনগুলিতেও বামেদের ঘাড়ের কাছে গিয়ে নিঃশ্বাস ফেলেছে এবিভিপি। এবারের নির্বাচনে একাই লড়েছে এবিভিপি। দুটি ভাগে ভাগ হয়ে আলাদা আলাদা জোট করে লড়েছে বামেরা
ছাত্র সংসদের সভাপতি হিসেবে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ওরফে AISA ও ডেমোক্রেটিক স্টুডেন্টস ফেডারেশন ওরফে DSF সমর্থিত প্রার্থী নীতিশ কুমার ১৫৭৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রধান প্রতিপক্ষ এবিভিপির শিখা স্বরাজ পান ১৩৭৫টি ভোট। সহ সভাপতি পদে এবিভিপির নিতু গৌতম প্রথমে এগিয়ে থাকলেও পরে তাঁকে পরাজিত করেন AISF-DSF সমর্থিত প্রার্থী মনীষা জয়ী হন। মনীষা মাত্র ৩৪ ভোটে জয়ী হন। সাধারণ সম্পাদক পদেও AISF-DSF সমর্থিত প্রার্থী মুন্তেহা ফতিমা এবিভিপির কুণাল রাই-কে হারিয়ে জয়ী হন।
একমাত্র যুগ্ম সম্পাদকের আসনটি জয় লাভ করে এবিভিপি। সংগঠনের বৈভব মীনা পরাজিত করেন AISF-DSF সমর্থিত প্রার্থী নরেশ কুমারকে। দীর্ঘ ৯ বছরের খরা কাটিয়ে এবারের নির্বাচনে জয়ী হলেন বৈভব মীনা। তবে সভাপতি পদে শেষবার এবিভিপি জয়ী হয়েছিল সেই ২০০০-২০০১ সালে। এবিভিপির সন্দীব মহাপাত্র জয়ী হয়েছিলেন সেবারে।
এদিকে জেএনইউয়ের কাউন্সিলর নির্বাচনে ৪২টি আসনের মধ্যে ২৪টিতেই জিতে ইতিহাস গড়েছে এবিভিপি। স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস ও আন্তর্জাতিক বিদ্যা, সংস্কৃত ও ইন্ডিক স্টাডিজে এবিভিপির জয়জয়কার। ১৯৯৯ সালের পর এটাই এবিভিপির সেরা জয়।
এক বিবৃতিতে এভিবিপি জানায়, “জেএনইউ-তে এই জয় এবিভিপির কঠোর পরিশ্রম ও ছাত্রদের আস্থার প্রমাণ। জাতীয়তাবাদের ধারণা ফুটে উঠেছে। বামেদের চিরাচরিত আধিপত্য মুছে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবিভিপি।” যুগ্ম সম্পাদক পদে জিতে বৈভব মীনা বলেন, “এই জয় আমার একার নয়। আদিবাসীদের জয় ও রাষ্ট্রবাদের জয়। বহু বছর ধরে যার গলা টিপে ধরে রেখেছিল বামেরা।” প্রসঙ্গত, গত ২৫ এপ্রিলের ভোটে ৭ হাজার ৯০৬ জন পড়ুয়াদের মধ্যে ৫ হাজার ৫০০ জন পড়ুয়া ভোটদান করেন।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন শিবকুমার, ঘোষণা করল কংগ্রেস

West Medinapur news:-.ভুয়ো নিয়োগপত্র ও চাকরি করে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক গ্রেফতার‌।

জামাইষষ্ঠী উপলক্ষে মহিলারা মেতে উঠলো পূজা অর্চনায় পরে জামাইর আদরে

Malda:গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী উৎসব

শেষ পর্যন্ত চাকা ঘুরছে রথের।পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রার অনুমতি দিল দেশের শীর্ষ আদালত

World news :যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৮ জন শিশু সহ ২১ জন নিহত

তিনদিন ব্যাপী নক আউট ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়েন তেলিপুকুর ক্রিকেট একাদশ

খেলতে-খেলতে প্রেম – তারপর চার হাত এক হওয়া

বুধবার বিকেল ৪টের মধ্যে উপাচার্যকে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে হবে

পঞ্চম বার উত্তম কলারত্ন’ পুরস্কার পেলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।