Sunday , 27 April 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

চার বছরের নীচে শিশুদের জন্য কাশির ওষুধ খাওয়ানো বন্ধ, চার রকমের কাপ সিরাপ নিষিদ্ধ

প্রতিবেদক
kartik pal
April 27, 2025 12:18 am

Newsbazar24:চার রকমের কাশির সিরাপ যেগুলো শিশুদেরকে খাওয়ানো হয় সেগুলো নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, চার বছরের নীচে শিশুদের যখন-তখন কাশির ওষুধ খাওয়ানো যাবে না। যদিও এর আগেও একাধিক কাশির সিরাপ নিষিদ্ধ করা হয়েছিল পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য।
অনেকেই চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই সোজা দোকানে গিয়ে কাফ সিরাপ কিনে নিয়ে আসেন। বিশেষ করে ‘অ্যান্টি-কোল্ড কম্বিনেশন’-এর যে ওষুধগুলি রয়েছে, সেগুলি ক্ষতিকর। তার মধ্যে থেকেই চারটিকে নিষিদ্ধ করা হয়েছে।
বাজারে প্রচুর কাশির ওষুধ পাওয়া যায়। তার সবগুলিই যে ক্ষতিকর, তা নয়। তবে তার মধ্যে কিছু রয়েছে ‘ফিক্সড ডোজ় কম্বিনেশন’ (এফডিসি) ওষুধ। সেগুলি শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এমন ওষুধই নিষিদ্ধ করা হয়েছে। চার বছরের কম বয়সী শিশুদের জন্য মূলত ক্লোরফেনিরামিন ম্যালিয়েট ও ফিনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড কম্বিনেশনের কাশির ওষুধ নিষিদ্ধ করা হয়েছে।
এই সব ওষুধে শিশুদের তন্দ্রাচ্ছন্নতা, ঘুমের অভ্যাস পাল্টে যাওয়া, খিদে কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এমনকি মস্তিষ্কের কার্যক্ষমতার উপরেও তা প্রভাব ফেলতে পারে। অনেক সময়ে দেখা যায়, কাশি হলে চিকিৎসকের পরামর্শ না নিয়েই বাবা-মায়েরা ইচ্ছামতো কাফ সিরাপ খাওয়াতে থাকেন শিশুদের। তাই এমন ওষুধের বিক্রিই বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিরাপের বোতলের গায়ে উপাদানের তালিকা উল্লেখ করে দেওয়ার জন্য ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় সংস্থার তৈরি কাশির ওষুধ খেয়ে পশ্চিম আফ্রিকার গাম্বিয়ায় শিশুমৃত্যুর পর পরই দেশের কোন কোন জায়গায় নিম্নমানের কাশির ওষুধ তৈরি হচ্ছে, সে নিয়ে সমীক্ষা শুরু হয়েছিল। তাতে দেখা গিয়েছিল, ৫৪টি ওষুধ প্রস্তুতকারী সংস্থা কাশির ওষুধের গুণমান পরীক্ষায় সফল হয়নি। সেই সঙ্গে দেখা গিয়েছিল, সেই সব কাশির সিরাপে ডাইইথিলিন গ্লাইকল ও ইথিলিন গ্লাইকল নামের দূষক পদার্থের মাত্রা গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি। এই সব দূষিত পদার্থ শিশুর শরীরে ঢুকলে কিডনির জটিল অসুখ হতে পারে। তার পরেই দেশ জুড়ে কাশির সিরাপের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালানো হচ্ছে। আর তাতেই আরও চার রকমের কাশির সিরাপের বিক্রি বন্ধ হতে চলেছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

মিড ডে মিলের বরাদ্দ বাড়ালো কেন্দ্র – কিছুটা স্বস্তিতে স্কুলগুলো 

পৌরসভার ড্রেনের জলে প্লাবিত সন্নিহিত পঞ্চায়েত এলাকা রাস্তা আটকে বিক্ষোভে গ্রামবাসীরা

বেহাল কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে ভোট বয়কটের হুমকি –

শিলিগুড়ির পাঞ্জাবিপাড়ায় সেনার গাড়িতে বিস্ফোরণ, জখম ৪

২০২৬ এ চতুর্থবার মমতা মুখ্যমন্ত্রী হবেন – দাবি কুনালের

সেলিমের উপরেই আস্থা রাখলেন দল

সিন্ধু নদের গভীরে জমা আছে প্রচুর সোনা

Malda news:মাত্র চার বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল প্রজ্ঞাশ্রী সংবর্ধনা চাঁচল থানা পুলিশের

অতিমারী কোভিডের মধ্যেও রক্তদান করে মানবতার অনন্য নজির হবিবপুরের ৯ মাইল নবীন শ্যামা সংঘের

Malda:জেলা স্যানিটেশন সেলের উদ্যোগে এসএইচজির মহিলাদেরকে নিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কর্মশালা