Saturday , 30 October 2021 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

চতুর্দশীর দিন কেন খাওয়া হয় ১৪ শাক ? ঘরে বাইরে কেন জ্বালানো হয় ১৪টি প্রদীপ ?

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
October 30, 2021 12:33 pm

   newsbazar24:   তিথি মতে ধনতেরাস বা ধনত্রয়োদশীর পরই চতুর্দশী।আর এই চতুর্দশীর পর দিন ই অমবস্যার দিন হয় কালিপুজো । কালীপুজোর এই আগের রাত হল ভূত চতুর্দশী। তবে এর সঙ্গে ভূতেদের কোনও সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে কোন তথ্যও নেই । আসলে ভূত মানে অতীতের যোগ রয়েছে।এই দিনটি পূর্বপুরুষদের উৎসর্গ করা হয়েছে। তাঁদের উদ্দেশেই জ্বালানো হয় ১৪টি প্রদীপ। বাঙালা দেশী লোকেরা খান ১৪টি শাক। 

পুরাণ মতে বলা হয়েছে, প্রতি বছর এই দিনটি কিছু ক্ষণের জন্য স্বর্গ ও নরকের দ্বার খোলা থাকে। এ সময় বিদেহী আত্মা ও স্বর্গত আত্মারা মর্ত্যে নেমে আসেন। এ সময় ভূতপ্রেত নিয়ে মর্ত্যে আসেন রাজা বলি। স্বর্গ, মর্ত্য ও পাতালের অধীশ্বর ছিলেন রাজা বলি। শিবভক্ত ছিলেন রাজা। বিষ্ণুর আরাধনা করতেন না। বলির পরাক্রমে অতিষ্ট দেবতারা বিষ্ণুর শরণে যান। 
বামন আবতারে বলির কাছে যান বিষ্ণু। তিন পদ জমি চান। এক পা রাখেন স্বর্গ, এক পা মর্ত্যে। নাভি থেকে তাঁর তৃতীয় পা বেরিয়ে আসে। সেই পা রাখার জন্য নিজের মাথা পেতে দেন বলি। ক্রমেই পাতালে প্রবেশ ঘটে দৈত্যরাজ বলির। বলির দানবীর স্বভাবে খুশি হয়ে বিষ্ণু আশীর্বাদ দেন যে, তিনি ও তাঁর সঙ্গিরা পৃথিবীতে পুজো পাবেন। ভূত চতুর্দশীর দিন বলি ও তাঁর সঙ্গিরা নাকি পুজো নিতে পৃথিবীতে আসেন।

চতুর্দশীর দিন কেন খাওয়া হয় ১৪ শাক? 

শাস্ত্র মতে এই দিনে ১৪টি শাক খাওয়ার রীতি রয়েছে। সেগুলো হল ওল, কেও, বেতো কালকাসুন্দা, নিম, সরষে শালিঞ্চা বা শাঞ্চে, জয়ন্তী, গুলঞ্চ, পলতা, ঘেঁটু বা ভাঁট, হিঞ্চে, শুষনি, শেলু শাক। আয়ুর্বেদ শাস্ত্রে আবার অন্য ১৪টি শাকের কথা বলা হয়েছে। সেগুলো হল পালং শাক, লাল শাক, শুষনি, পাট শাক, ধনে, পুঁই, কুমড়ো, গিমে, মূলো, কলমি, সরষে, নোটে, মেথি, লাউ বা হিঞ্চে। আয়ুর্বেদ শাস্ত্র বলছে, শীত কালে  এই শাকগুলো রোগ প্রতিরোধ করতে পারে। মূলত সে কারণেই এই দিনে এই শাকগুলো খাওয়া হয়।

ঘরে বাইরে  কেন জ্বালানো হয় ১৪টি প্রদীপ?

প্রচলিত ধারণা অনুযায়ী, এই চতুর্দশীর রাতে ১৪ প্রদীপ জ্বালালে অন্ধকার, দুষ্ট আত্মা দূর হয়ে যায়। অন্য একটি ধারণা হল, এই রাতেই বলি ও তাঁর সঙ্গিরা পৃথিবীতে আসেন। তাঁরা যাতে অন্ধকারে ভুল করে কোনও বাড়িতে ঢুকে না পড়েন, তাই জ্বালানো হয় প্রদীপ। 
আবার কেউ কেউ বলেন, পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের মর্ত্যে আগমন হয়।সে সময় অন্ধকারে পথ দেখানোর জন্য ১৪ প্রদীপ জ্বালানো হয়। 

 তার পর এই চতুর্দশী তিথিতেই শুরু হয় তাঁদের ফেরার পালা।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

পাওনা টাকা চাইতে গিয়ে খেতে হল কুকুরের কামড়

তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত এলাকা, বাড়িঘর ভাঙচুর, লাঠি বাঁশ এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ

বাংলার ভবিতব্য, উপ নির্বাচনেও অশান্তির সাক্ষী থাকলো বাংলা

বিজেপির সঙ্গ ছাড়লেন হরিয়ানার প্রাক্তন মন্ত্রী জাঠ নেতা বীরেন্দ্র

ভারতবর্ষের দীর্ঘতম হাইওয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।।।

মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে টুর্নামেন্টের প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদ, কেকেআরের স্বপ্ন ধূলিসাৎ।

লায়ন্স ক্লাব অব মালদা রেনবোর পানীয় জলের শিবির

‘রাজ’পুত্র ইউভানের কিছু মুহূর্তের ছবি পোষ্ট করলেন মা শুভশ্রী

মালদহের ইংরেজবাজার থানার গাবগাছিতে গৃহবধূকে কুপিয়ে খুন ,অভিযুক্ত স্বামী পলাতক।

মালদা জেলা Malda news : সিল্ক ইয়ার্ন প্রডিউসার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা