Wednesday , 7 December 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

ঘরকে সাজাতে ক্যাকটাসের ব্যবহার ও নিয়মিত যত্নের পদ্ধতি

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
December 7, 2022 7:00 pm

news bazar24: পরিকল্পিতভাবে ঘরকে সাজাতে ক্যাকটাসের ব্যবহার এখন বেশি মাত্রায় দেখা যায়। এই উদ্ভিদ মরুর দেশের হলেও ভারতবর্ষের পরিবেশের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। বসতবাড়ি ও অফিস কে সাজানোর জন্য প্রতিনিয়তই ক্যাকটাসের সংগ্রহ বাড়ছে, বাড়ছে প্রয়োজনীয়তা। ক্যাকটাসের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। নিয়মিত যত্ন না করলেও চলে, তবে অবশ্যই কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে। না রাখলে গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে।

ক্যাকটাস অত্যন্ত সুন্দর কাঁটাযুক্ত গাছ। অনেক ক্যাকটাসের কাঁটা থাকে, আবার কিছুর একেবারেই কাটা থাকে না। এই গাছটি বিভিন্ন শ্রেণীর হয়, যেমন ম্যামিলেরিয়া, হেমাটো, কিছু কিছু অর্নামেন্টাল ক্যাকটাসও হয়। আবার বর্ণময় বিশেষত কমলা, হলুদ এরকম নানা ধরনের ক্যাকটাস গাছ হয়ে থাকে। নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে। তবে ক্যাকটাস রাখলে কিছু জিনিসের উপর খেয়াল রাখতে হয়।

যেমন-

জলের পরিমাণ:- ক্যাকটাস মরুভূমির উদ্ভিদ তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। দরকার হলে একদিন অন্তর জল দিতে পারেন। তবে মাটি সম্পূর্ণ না শুকালে কখনোই ফের জল দেবেন না। আবার দীর্ঘদিন জল না দিলে জলের অভাবে গাছটি মারা যেতে পারে। সঠিক মাত্রায় জল থাকলে এই গাছটি অত্যন্ত সুন্দরভাবে তার সৌন্দর্যের প্রতিফলিত করে। লক্ষ্য রাখতে হবে এটির গোড়ায় জল জমে যাতে না থাকে জল জমে থাকলে গাছটিতে পচন ধরবে। ক্যাকটাসের গায়ে ছত্রাকের আক্রমণ হয় জলের স্পর্শে যে কারণে গাছে পচন ধরে।

আলো- বাতাস:- ক্যাকটাসের আলো বাতাসের প্রয়োজন আছে। ক্যাকটাস কে খোলামেলা পরিবেশে রাখতে হয়। এ কথা সত্যি।তবে শুধুমাত্র মরুভূমির কাটাযুক্ত ক্যাকটাসের ক্ষেত্রে সে কথা প্রযোজ্য। তবে অন্যান্য ক্যাকটাসের খুব বেশি রোদে কষ্ট হতে পারে।

তাপমাত্রা বা আবহাওয়া:– আপনি যে আবহাওয়ায় বসবাস করেন তার জন্য যে ক্যাকটাস পারফেক্ট সেটি কিনুন। খুব বেশি রোদ যদি আপনার ঘরের না ঢোকে তাহলে যে ক্যাকটাস কম রোদে বাঁচে সেটি কিনুন। ঘরের তাপমাত্রাটা খুব বেশি হলে কাটাযুক্ত ক্যাকটাস কিনুন। ঘরের তাপমাত্রা সাধারণত কুড়ি থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে থাকে। এই তাপমাত্রা ক্যাকটাসের জন্য সহনীয়। মোটকথা কেনার আগে তাপমাত্রা বা আবহাওয়া ঠিক কিনা জানা জরুরী এবং কোন তাপমাত্রায় কোন ক্যাকটাস সঠিক সেটি জানাও দরকার।

সঠিক মাটি এবং খাদ্য:- ক্যাকটাস গাছ রোপন করার সময় একটা কথা মাথায় রাখুন যে এই গাছের ক্ষেত্রে এমন মাটি প্রয়োজন যা খুব দ্রুত শুকিয়ে যায়। এমন ধরনের বালি মাটির টবে ব্যবহার করুন যাতে খুব সহজে জল শোষণ করতে পারে। সময়ে সময়ে সার দিতে ভুলবেন না। কারণ এটি কিন্তু গাছটির খাদ্য। যদি এই গাছটি টবে লাগান তবে টবে টবে মোটা দানার বালি, পাতাসার, সামান্য কম্পোস্ট আর হাড়গুঁড়া দিতে হবে। খেয়াল রাখতে হবে বৃষ্টির জল যাতে কোন ভাবে এর সংস্পর্শে না আসে। আর যদি ক্যাকটাস টি বাগানে লাগাতে চান তাহলে খেয়াল রাখতে হবে মাটির গভীরতা যাতে খুব বেশি না হয়, আর কোনক্রমে যেন ক্যাকটাসের গোড়ায় জল না জমে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

আদ্রায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার কংগ্রেস প্রার্থী-সহ দুই

করোনা টিকার চতুর্থ ডোজ শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।‌।

‘নিরামিষ মুগ ডালের রসা’ – অভিনব স্বাদ ও গন্ধ

সামাজিক মাধ্যমে বাংলাদেশ থেকে সদ্য আগত ইলিশ নিয়ে অভিযোগ,না খাওয়ার আবেদন

বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্ত দেশের তালিকায় ঢুকে পড়ল ভারত।দেশে মোট করোনা পজিটিভের সংখ্যা ১,৩৮,৮৪৫

“রাজ্যের কোথাও এখন আইনের শাসন নেই,এখন একটাই প্রশ্ন, বাংলায় লোকতন্ত্র থাকবে কিনা৷”-মুকুল রায়

মকর সংক্রান্তি উপলক্ষে সারা দেশের সাথে মালদা জেলাতেও হাজারও পূণ্যার্থী স্নান

পোস্তা বাজার খুলে দিলেন ব্যবসায়ীরা। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

রকেটের খোল খেলতে খেলতেই পাকিস্তানে মৃত চার শিশু-সহ আট জন

ছয় হাজার পিস নিষিদ্ব ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারী গ্রেপ্তার।