Monday , 26 June 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

গঙ্গায় ভেসে এল নিখোঁজ যুবকের দেহ, শরীরে ২৬টি আঘাত

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
June 26, 2023 12:06 pm

news bazar24:
আহিরীটোলার কাছে নাথের বাগান ঘাট থেকে শুক্রবার একটি দেহ উদ্ধার হয়েছে। এরপরে সেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ময়না তদন্তে পাঠানোর পর উঠে এসেছে কিছু তথ্য। সেই মৃতদেহটির পরিচয় জানার জন্য পুলিশ তল্লাশি চালায়।

সেই সূত্রে জানা যায় তিনি বরাহনগরের বাসিন্দা। বছর ৪২ এর রূপ কুমারের মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করা হয়েছে। খবর সূত্রে জানা গেছে মৃতদেহটির শরীরে ২৬ টি আঘাত রয়েছে। এছাড়াও পাঁজরের চারটি হাড় ভাঙ্গা। মাথার পিছনে এবং সামনে রয়েছে গুরুতর আঘাত।

এই মামলাটি শনিবার জিরো এফ আই আর কলকাতা পুলিশ বরাহনগর থানায় পাঠায়। ওই যুবকের পরিবার গত বৃহস্পতিবার রূপকুমার সাহার নিখোঁজ হওয়ার ডাইরি করেছিলেন। কিন্তু কারোর বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ দেননি মৃতের পরিবার।

এই কারণেই এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। খবর সূত্রে জানা গেছে ওই মৃতের বাড়ি বরাহনগর এর নিয়োগী পাড়া রোডের। তার সঙ্গে থাকতেন তার স্ত্রী এবং বছর দশকের একটি মেয়ে।

রূপকুমাররা তিন ভাই। বড় ভাই থাকতেন আলাদা এবং ছোট ভাইয়ের পরিবারসহ বাড়ির একটি তলায় বসবাস করতেন তারা। মৃতের বড় ভাই রাজকুমার জানিয়েছেন, রূপকুমার ফ্ল্যাট বিক্রির দালালের কাজের সঙ্গে নিযুক্ত ছিলেন। তিন বছর ধরে তিনি সেই কাজ করতেন। আগে তিনি অন্য একটি সংস্থায় কাজ করতেন।

বৃহস্পতিবার সকাল পৌনে নটা নাগাদ লেকটাউন এলাকার অফিসে যাচ্ছেন বলে রূপকুমার বেরিয়ে ছিলেন। মৃতের সঙ্গে কথা হয় রাত সাড়ে আটটা নাগাদ। মৃত রূপকুমারের স্ত্রী জানিয়েছেন,
“কিছুদিন ধরে স্কুটারটা খারাপ ছিল যার, কারণে তিনি সকাল সকাল বেরোচ্ছিলেন। অফিসে যাওয়ার জন্য সকালে বেরিয়ে ছিলেন তারপর তার সাথে কোন কথা হয়নি। সাড়ে ৮টা নাগাদ তার সাথে কথা হয়। এবং তখন তাকে চাল এবং মাখন কিনে আনতে বলি। পরে বারবার যখন ফোন করি তখন দেখি একটি নম্বর বন্ধ আর একটা নম্বরে ফোন ঢুকছে না। অনেক খোঁজাখুঁজির পর শেষে বরাহনগর থানায় ডায়েরী করা হয়।”

অবশেষে পরের দিন বরাহনগর থানা থেকে তার মৃত রূপ কুমারের ছোট ভাইকে ফোন করা হয় এবং জানানো হয় যে উত্তরবন্দর থানায় যেতে, সেখানে একটি দেহ পাওয়া গেছে, সেখানে সকলে গিয়ে দেখেন রূপকুমারের দেহ।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

প্রবল বর্ষণে কোলকাতায় ভেঙে পড়ল বাড়ি, অনেক মানুষ জলবন্দি, মৃত ১

রাজবংশী সম্প্রদায়ের জন্য মুখোশ তৈরির প্রশিক্ষণ হয়ে গেলো দার্জিলিং এ

অভয়া’র জন্মদিন উপলক্ষে আজ প্রয়াগরাজে সপরিবার পুণ্যস্নানের পর তাঁর স্মৃতি তর্পণ করলেন ড. সুকান্ত মজুমদার

Malda:হতদরিদ্র প্লাস্টিক কুড়োনোর ছেলে ডেপুটি পুলিশ সুপার হিসাবে যোগ দিতে চলেছেন

‘নায়ক নস্টালজিয়া’ এখনও তাড়িয়ে নিয়ে বেড়ায় শর্মিলা ঠাকুরকে 

উত্তর প্রদেশে বিজেপির জয় নিয়ে মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ! কি বললেন কুনাল ?

অংকে আন্তর্জাতিক মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বর্ধমানের অদ্রিজার ব্রোঞ্জ পদক

দূর হবে শনির দোষ, বাড়ির সামনে লাগান একটি নিম গাছ

ইতু পুজো ! ইতু আসলে কে ? এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী কি আছে ?

কুন্তলের চিঠি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি-সিবিআই, ২৫ লক্ষ টাকা জরিমানাও, নির্দেশ বিচারপতির