Saturday , 5 October 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

কয়েকশো বছরের প্রাচীন কাশিম বাজারের দূর্গা পুজোয় কুমারী পুজো সাড়ম্বরে অনুষ্ঠিত হয়

প্রতিবেদক
kartik pal
October 5, 2024 12:24 pm

Newsbazar24:কাশিমবাজার রাজবাড়ির দুর্গাপুজো আজও অতীতের মত সমান জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হতে চলেছে। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে শুরু হওয়া এই পূজা রাজবাড়ির রায় পরিবারের বর্তমান বংশধরেরা পুরনো রীতি মেনে একইভাবে পুজো চালিয়ে যাচ্ছেন। এখানে অনুষ্ঠিত দুর্গাপুজো দেখার জন্য প্রতি বছর পুজোর দিনগুলোতে প্রচুর মানুষের সমাগম হয় রাজবাড়ীতে।
রায় পরিবার থেকে জানা যায় তাঁদের আদি বাড়ি ছিল বর্ধমান জেলার পাত্রসায়ের গ্রামে। পরে ব্যবসার কারণে এই পরিবার বাংলাদেশের পিরোজপুর জেলাতে চলে যান। অবিভক্ত ভারতে এই পরিবারে এক সময় দেশের অন্যতম সর্ববৃহৎ সিল্কের কাপড় রপ্তানিকারক ছিল। বাংলাতে বর্গী আক্রমণের সময় এই পরিবার নবাবদের শরণাপন্ন হন। যেহেতু মুর্শিদাবাদ জেলা অবিভক্ত ভারতের পিরোজপুর জেলার খুব কাছে ছিল এবং কাশিমবাজারে একটি বন্দর ছিল, সেই কারণে ব্যবসার সুবিধার জন্য রায় পরিবার এখানে এসে বসবাস শুরু করেন।
সেই সময় রায় পরিবারের সদস্য অযোধ্যারাম রায় নিজের বাড়িতে দুর্গাপুজো শুরু করেন যা আজও অবিচ্ছিন্নভাবে চলে আসছে। ১৭৪০ সালে রায় পরিবারের অন্যতম সদস্য দীনবন্ধু রায় কাশিমবাজার রাজবাড়ি তৈরি করার পর এই পুজোর জাঁকজমক এবং বৈভব অনেক বৃদ্ধি পায়। ১৭৬০ সালে এই পরিবারের সদস্য জগবন্ধু রায়কে ‘মুর্শিদাবাদ কুঠি’র দেওয়ান হিসাবে নিযুক্ত করে ব্রিটিশরা। দেওয়ান হিসেবে জগবন্ধু রায়ের কাজকর্মে খুশি হয়ে ব্রিটিশ সরকার তাকে পূর্ববঙ্গে জমির ‘সার্ভে’ করার কাজে নিযুক্ত করেছিলেন। এই সময় জগবন্ধু রায় বর্তমান বাংলাদেশের সরাইলে তাঁর জমিদারি পত্তন করেন। রায় পরিবারের পরবর্তী প্রজন্মের সদস্য আশুতোষ রায়, লর্ড লিনলিথগো-র কাছ থেকে ‘রাজা’ উপাধি পেয়েছিলেন এবং তখন থেকে রায় পরিবারের এই পুজো ‘কাশিমবাজার রাজবাড়ির পুজো’ নামে মুর্শিদাবাদ জেলাতে খ্যাতি পায়। বর্তমান ‘রানী’ সুপ্রিয়া রায় এবং ‘রাজা’ প্রশান্ত রায়ের প্রচেষ্টায় স্বমহিমায় আজও টিকে আছে এই পুজো।
রাজ পরিবারের পুরোহিত গোপাল রায় বলেন,” আষাঢ় মাসে রথযাত্রার দিন কাঠামো পুজোর মধ্য দিয়ে কাশিমবাজার রাজবাড়িতে দুর্গাপুজোর সূচনা হয়।। বংশপরম্পরায় মহুলার পাল পরিবার রাজবাড়ির প্রতিমা নির্মাণ করে আসছেন। দুর্গাপুজোর ঠিক আগে অনন্ত চতুর্দশীর দিন দেবীর গায়ে প্রথম রঙের প্রলেপ পড়ে।” মহালয়া অথবা তার আগের দিন প্রতিমাকে বেদিতে তোলা হয়। দেবীপক্ষের শুক্লা প্রতিপদ থেকে শুরু হয়ে যায় রাজ পরিবারের দুর্গাপুজো।
গোপাল রায় বলেন,”প্রতিপদ থেকে চন্ডীমন্ডপে সাতজন পুরোহিত চণ্ডী পাঠ করেন এবং বিল্ববৃক্ষে মায়ের পুজো করেন পঞ্চমী পর্যন্ত। এরপর আমন্ত্রণ- অধিবাস শেষে ষষ্ঠীতে হয় দেবীর বোধন। কাটি গঙ্গাতে রাজ পরিবারের সদস্যরা ঘট ভরার পর রাজ পরিবারে আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজোর সূচনা হয়।”
এখনও কাশিমবাজার রাজবাড়িতে সপ্তমী থেকে নবমী প্রতিদিনই কুমারী পুজো অনুষ্ঠিত হয়। একসময় রাজপরিবারের দুর্গাপুজোতে দেবীর উদ্দেশ্যে পাঁঠা বলিদান প্রথা চালু থাকলেও এখন আর বলিদান প্রথা চালু নেই। তার পরিবর্তে দেবীর উদ্দেশ্যে মাছ এবং মিষ্টি উৎসর্গ করা হয়।
রাজ পরিবারের প্রতিমার বিসর্জনে অভিনব পন্থা অবলম্বন করা হয়। প্রথম দর্পণে প্রতিমা নিরঞ্জন হয়। এরপর অপরাজিতা পুজো শেষে দেবীকে বেহারাদের কাঁধে চাপিয়ে কাটি গঙ্গাতে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হত (বর্তমানে হাতে টানা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়)। রাজপুরোহিত গোপাল রায় বলেন,”মহামায়ার মর্ত্য থেকে কৈলাসে ফেরার বার্তা পৌঁছে দেওয়ার জন্য একদা রাজ পরিবারের সদস্যরা প্রতিমা নিরঞ্জনের আগে নীলকন্ঠ পাখিকে উড়িয়ে দিতেন। কিন্তু বর্তমানে সেই প্রথা আর চালু নেই।”
নিরঞ্জন শেষে রাজ পরিবারের সদস্যরা রাজবাড়িতে ফিরে এসে সকলে পুরোহিতকে প্রণাম করে তাঁর আশীর্বাদ নেন এবং আগামী বছরের পুজোর প্রস্তুতি আবার নতুন করে শুরু হয়।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

Murshidabad News: পদ্মায় স্নান করতে নেমে তলিয়ে গেল ২ কিশোর

Uttar Dinajpur News:মর্মান্তিক পথ দুর্ঘটনা, স্করপিও পিক-আপ ভ্যানের সঙ্গে ট্রেলারের সংঘর্ষ, মৃত ৫

পশ্চিমবঙ্গের উপনির্বাচনে প্রার্থী আক্রান্ত, “এই ঘটনা রাজ্যে গণতন্ত্র ধ্বংসের লক্ষণ”-আক্রান্ত প্রার্থী

মার্কিন বিমান বন্দরে ভারতীয় মহিলাকে চূড়ান্ত হেনস্থা 

মর্মান্তিক পথ দুর্ঘটনা টোটো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ আহত ২।

শহর ঝুঁকছে ‘জাপচে’, ‘গিমবাপ’-এর দিকে, কোথায় পাবেন কোরিয়ান খাবার?

জয়ের পর দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিলেন সব্যসাচী ও কৃষ্ণা

ওয়ান ডে ম্যাচ ! ভবানী পুরের গড়ে মমতার বিরুদ্ধে খেলতে চলেছে শুভেন্দু ? ময়দান সাজাচ্ছেন ফিরহাদ হাকিম

গাজোলের হাটে এসে কাঁদছেন কৃষকেরা ! কেও বলছেন টোটো চালাবেন ,কেও আবার বাইরে চলে যাবেন

নদিয়ার তেহট্টে প্রিসাইডিং অফিসারের মৃত্যু হাসপাতালে