Tuesday , 23 May 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

এসএসকেএমের ইএনটি বিভাগের ডাক্তারদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল ৫ বছরের মালদহের এক শিশুর

প্রতিবেদক
kartik pal
May 23, 2023 7:55 pm

Newsbazar 24:এসএসকেএম হাসপাতালের ইএনটি বিভাগের ডাক্তারদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল ৫ বছরের মালদহের এক শিশুর। প্রায় ৪৫ দিন ধরে বুকের বাঁদিকে এক সেন্টিমিটার প্লাস্টিকের বাশি বয়ে নিয়ে বেড়াচ্ছিল ৫ বছরের হামিম আনসারির। হামিমের বাড়ি মালদহের কালিয়াচকে। সেই প্লাস্টিকের বাশি বের করল সোমবার পিজি হাসপাতালের ইএনটি বিভাগে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৭এপ্রিল খেলা করতে করতে আচমকাই কিছু একটা গিলে ফেলেছিল শিশুটি। বাড়ির লোকজন জানতে পেরে স্থানীয় কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যান। তিনি ঔষধ দেন। কিন্তু কয়েক দিন পরে শুরু হয় কাশি ও শ্বাসকষ্ট। তখন মালদহ মেডিক্যাল কলেজে গেলে এক্স-রে করে চিকিত্‍সকেরা জানান, বাঁ দিকের ফুসফুসে একটি সাদা ছোপ দেখা যাচ্ছে। জল জমেছে বলে জমা জল বের করতে বুকের বাঁদিকে পাইপ জোড়া হয়। কিন্তু জমা জল বের হয় নি।
মালদহ থেকে শিশুটিকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজের কার্ডিয়োথোরাসিক বিভাগে রেফার করা হয়। সেখানে ব্রঙ্কোস্কোপি করে চিকিত্‍কেরা জানান, ফুসফুসে কিছু একটা আটকে রয়েছে। সেটি বের করতে ইএনটি বিভাগে পাঠানো হয়। ইএনটি বিভাগে ব্যবস্থা করতে না পেরে তারা আবার বাড়ি ফিরে যায়। ১৪-১৫ দিন পর আবার শুরু হয় কাশি, শ্বাসকষ্ট। এরপর তারা সোজাসুজি এসএসকেএম হাসপাতালে আউটডোর বিভাগে হাজির হন। সেখানে আউটডোরেই চিকিৎসা শুরু হয়।
পিজি-র ইএনটি বিভাগের চিকিত্‍সক অরুণাভ সেনগুপ্ত বলেন, ‘এনআরএসে চিকিত্‍সা করিয়ে ফিরে গেলেও শুরু হয় কাশি, শ্বাসকষ্ট। এর পরে শিশুটি আমাদের কাছে আসে।’ গত শনিবার ইএনটি-র বহির্বিভাগে তাকে পরীক্ষা করে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিত্‍সক দেবাশিস ঘোষ, সৌগত রায়েরা। সোমবার দেবাশিস ঘোষ ব্রঙ্কোস্কোপি করে বাঁ দিকের ফুসফুসের পাশে আটকে থাকা প্রায় এক সেন্টিমিটারের বাঁশিটি বার করেন। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে শিশুদের বর্তমানে সুস্থই রয়েছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

চন্দন নগর পৌরনিগম নির্বাচনের ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায়।

মাদক খাইয়ে সর্বস্ব লুট এক রেল যাত্রীর, কোথায় জানতে পড়ুন।

Siliguri News: মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের নামেও নয়া রাস্তা শিলিগুড়িতে, উদ্বোধনে মেয়র গৌতম দেব

বেআইনি ভাবে জলাভুমি ভরাটের অভিযোগ সরকারী আধিকারিকের বিরুদ্বে

যত্র-তত্র নোংরা ফেলার বিরুদ্ধে তৎপরতা বাড়ছে কোচবিহার পৌরসভার 

মালদহের কালিয়াচক থেকে আবার ও ৭ এম এম পিস্তল, পাইপগান ও কার্তুজ উদ্ধার গ্রেপ্তার ২ জন।

মালদা রেলওয়ে গার্লস হাই স্কুলের ছাত্রীদের শিক্ষামূলক প্রজেক্টের অঙ্গ হিসাবে মালদা স্টেশনে যাত্রীদের মধ্যে সচেতনতা প্রচার

এক আদিবাসী ব‍্যক্তির অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে এলাকায় বিরাট তীব্র চাঞ্চল্য।।

পাকিস্তানে অবস্থিত অন্যতম হিন্দু মন্দির মরুতীর্থ হিংলাজ

আজকের আবহাওয়া