Tuesday , 24 December 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

এক সবজি বিক্রেতার ছেলের জীবন সংগ্রামে সফল হওয়ার কাহিনী

প্রতিবেদক
kartik pal
December 24, 2024 12:54 pm

Newsbazar24:সামান্য এক সবজি বিক্রেতা। দিন আনে দিন খায় এভাবেই সংসার চলে। ছেলে বড় হয়েছে মাধ্যমিক পাস করেছে। সংসারের অভাব অনটনের জন্য বাবাকে সাহায্য করতে মাত্র ৩০ টাকা দৈনিক বেতনে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শুরু করে। সেই সবজি বিক্রেতার ছেলে বর্তমানে উত্তরবঙ্গ সহ গোটা রাজ্যের সফলতম ইউটিউবার। তার উপার্জিত টাকায় প্রায় ১০০টি পরিবারের পেট চলে।

আসেন সেই ছেলেটির জীবন সংগ্রামের সফল হওয়ার কাহিনী আপনাদের জানাই। ছেলেটির নাম গোলাম রাব্বানী,বাবা পেশায় একজন সবজি বিক্রেতা। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার সিওল কানাহার গ্রামের বাসিন্দা। সংসারে অভাব অনটন লেগেই ছিল। অর্থের অভাবে বেশি দূর পড়াশোনা করতে পারেনি। বাবার সাথে সাথে সংসারের হাল ধরতে খুব অল্প বয়সে স্থানীয় একটি মোবাইল রিপেয়ারিং এর দোকানে দিনে মাত্র ৩০ টাকায় কাজ শুরু করে। মোবাইল ঘাটতে ঘাটতে তার মাথায় আসে ইউটিউবে কিছু করে যদি নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। শুরু করেন সেই কাজ তবে এই সফলতার কাজের পথটি মোটেও মসৃণ ছিল না। নানান ঘাট প্রতিঘাত চড়াই-উতরায় পার করে এসে বর্তমানে সে উত্তরবঙ্গ সহ সমগ্র রাজ্যের একজন সফল ইউটিউবার। “মাই ফ্যামিলি” নামে একটি তার ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে ৩৬৫ দিনে প্রায় শতাধিক কলা কুশলীরা অভিনয় ও কাজ করেন। গোলাম রাব্বানীর কমেডি ভিডিওর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইবার প্রচুর যা ৮ থেকে ৮০ সকলেরই রোজকার আনন্দের খোরাক। জানা গেছে, সফল ইউটিউবার গোলাম রব্বানীর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি সিলভার প্লে বাটন দুটি গোল্ডেন প্লে বাটন সহ একটি ডায়মন্ড প্লে বাটন আছে যা উত্তরবঙ্গের কোন ইউটিউবারের কাছে নেই বলে জানা গেছে। রোজ তার কমেডি ভিডিওর শুটিংয়ের জন্য মোট নিজের কেনা পাঁচটি স্পট রয়েছে যেখানে রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জোরদার শুটিংয়ের কর্মব্যস্ততা থাকে। এক একর জমির উপর মাই ফ্যামিলি নাম দিয়ে একটি প্রোডাকশন হাউস তৈরি করেছে যেখানে শুটিং জিম সহ এডিটিং এর অফিস রয়েছে যা প্রায় আনুমানিক ৫ কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। এবং সত্যিই তা অবাক করার মত একসময় নুন আনতে পান্তা পুরনো পরিবারের একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসা ওই ছোট্ট গোলাম রাব্বানী আজ উত্তরবঙ্গ সহ পুরো রাজ্যের সফলতম ইউটিউবার। এ বিষয়ে সফল ইউটিউবার গোলাম রাব্বানী জানান, ” আমার এই সফলতার পথটি মোটেও মসৃণ ছিল না। বহু ঘাত প্রতিঘাত চড়াই উৎরাই পার করে এসে আজকে শত কষ্টের চেষ্টা সফল হয়েছে। আমার এখানে যারা অভিনয় করেন বা অন্যান্য কলা কুশলীরা রয়েছে আমি কাউকেই আমার স্টাফ হিসেবে মানি না এরা প্রত্যেকে আমার পরিবারের সদস্য তাই আমার চ্যানেলের নাম মাই ফ্যামিলি, এবং সেই কারণেই এদের সাথে আমি পরিবারের সদস্যের মতো ব্যবহার করি এবং মিশি। আমার এখানে অভিনয় করার আগে প্রচুর কলা কুশলীরা একসময় বাইরে দিল্লি মুম্বাই কেরলে কাজ করতো কিন্তু বর্তমানে তারা ওই সব কিছু কর্ম ছেড়ে দিয়ে এসে প্রায় পাঁচ বছর ছয় বছর ধরে আমার এখানেই অভিনয় করছেন বিভিন্ন কাজ করছেন এবং আমার চ্যানেলকে আরো অগ্রসর করছেন তাদের দক্ষ কর্মদক্ষতার মধ্য দিয়ে। এবং সেই হাসির ভিডিও দেখেই মানুষ আমাদের পছন্দ করেন। আজ সত্যি বলতে বাধা নেই এই ইউটিউবের উপার্জিত টাকাতে আমিসহ এখানকার প্রায় শতাধিক কলা কুশলীদের সংসার চলে। আগামী দিনে আরো অনেক বড় বড় স্বপ্ন রয়েছে, আমার মাই ফ্যামিলি চ্যানেল ও আমার এই সদস্য কলাকুশলীদেরকে নিয়ে আমি আরো সামনের দিকে অগ্রসর হতে চাই”। সর্বশেষে এ কথা বলা যায় মানুষের চেষ্টা কখনো বিফলে যায় না তবে ধৈর্য ধরতে হয়। যার জ্বলন্ত উদাহরণ উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম সিওল কানাহারের সফলতম ইউটিউবার গোলাম রাব্বানী।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

বুথে সুদৃশ্য গেট, সেলফি পয়েন্ট থেকে বিশ্রামের ব্যবস্থা, বিয়ে বাড়ির অনুভূতি ভোট কর্মীদের

Malda:মালদা শহর মুসলিম কমিটির পরিচালনায় দাওয়াত ই ইফতার

কাশ্মীরে বন্ধ ৪৮টি পর্যটনকেন্দ্র – আক্রমনের আশঙ্কা সরকারের 

কমনওয়েলথের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করে পাকিস্তানি প্রতিপক্ষকে বাড়ি পাঠালেন পিভি সিন্ধু।

করোনা মোকাবিলায় মালদহের ২০০৫ এর মাধ্যমিক পরীক্ষার্থী প্রাক্তনীদের উদ্যোগে অনুদান রামকৃষ্ণ মঠ ও মিশনকে।

Malda:বিজেপি সিপিএমের মহিলাদের ঝাঁটাপেটা করার নিদান, প্রধানমন্ত্রীকে অসুরের সঙ্গে তুলনা, জেলা মহিলা তৃণমূল সভাপতি সাগরিকা সরকারের

ভারতীয় জনতা যুব মোর্চার উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে হবিবপুর মন্ডল যুব মোর্চার মিছিল

জলের অপচয় রুখতে আদিবাসী গ্রাম গুলোতে সচেতনতা প্রচার

এক নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার, কোথায় জানতে পড়ুন

ফিরাদের জনসভায় মালদার মঙ্গলবাড়িতে মহিলাদের জনজোয়ার ! সাথে ছিলেন শ্রম মন্ত্রী গোলাম রাব্বানী