news bazar24: আরজি কর মামলার প্রতিবাদে আবারও রাত দখলের ডাক। আগামি ৮ সেপ্টেম্বর, রবিবার আবার রাতের দায়িত্ব নেবে মেয়েরা। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার এক মাস পরেও আবারও কর্মসূচির ডাক দেওয়া হয়। এর আগে ১৪ আগস্ট রাত জেগে রাজপথে নেমে পড়ে মেয়েরা।
সেদিন যারা রাত দখলের ডাক দিয়েছিল তারাই এবারও রাত দখলের ডাক দিয়েছে। রাত্রিযাপনের জন্য সর্বস্তরের মানুষকে ডাকা হয়েছে।
উল্লেখ্য, প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে আরজি কর মামলার বিরুদ্ধে কোনও না কোনও প্রতিবাদ কর্মসূচি চলছে। আগামী ৯ সেপ্টেম্বর সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবার কথা । তাই আগের দিন রাতেই ফের এই কর্মসূচি নেওয়া হয়েছে।
৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবার কথা ছিলো। তবে ওই দিন কোনো শুনানি হয়নি। তবে সেই শুনানির আগের দিন, সর্বস্তরের মানুষ রাত ৯:১০ পর্যন্ত বাড়ির বাতি নিভিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে যোগ দিয়েছিলো । আগামী সোমবার আবারও আরজি কর মামলার শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে। তাই তার আগের রাতে আবার দখল ডাকা দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার কক্ষ থেকে এক মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর অনেক দিন কেটে গেছে। ঘটনার তদন্ত রাজ্য সরকার থেকে সিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়েছে। সবার দৃষ্টি এখন দেশের সর্বোচ্চ আদালতের দিকে।