Wednesday , 2 August 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম মালদায় চালু হচ্ছে হস্তশিল্পের হাব*

প্রতিবেদক
kartik pal
August 2, 2023 5:48 pm

Newsbazar 24: মালদার হস্তশিল্পীদের জন্য সুখবর। উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম মালদায় চালু হচ্ছে হস্তশিল্পের হাব।রাজ্য সরকারের উদ্যোগেই চালু হতে চলেছে এই হস্তশিল্পের হাব। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে মালদায় হস্তশিল্প হাব তৈরির জন্য আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও এই প্রকল্পেও সাহায্য করেছে।
গাজোল ব্লকের আদিনা গ্রাম পঞ্চায়েতের মজলিসবাগ এলাকায় এই হস্তশিল্পের হাব তৈরি হচ্ছে। ইতিমধ্যে সেখানে হস্তশিল্প তৈরীর জন্য ভবন এবং আধুনিক যন্ত্রপাতিও বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। মূলত বাঁশ এবং পাট দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্প আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তৈরি করা হবে। যাতে হস্তশিল্পীরা খুব সহজেই বিভিন্ন ঘরোয়া সামগ্রী তৈরি করতে এবং তা বিভিন্ন রাজ্যে সরবরাহ করে বিক্রি করা সহজ হয়ে উঠবে। সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঁশ এবং পাট থেকে তৈরি বিভিন্ন ধরনের টেবিল ল্যাম্প, জুয়েলারি বাক্স, পাপোশ, টুপি, ব্যাগ, ট্রে, ঝুড়ি সহ নানান ধরনের ঘরোয়া সামগ্রী এবারে আধুনিক মেশিনারির মাধ্যমে সহজেই তৈরি করতে পারবেন প্রশিক্ষিত কারিগড়েরা । এই কাজের ক্ষেত্রে গাজোলের প্রায় ৪০০ জন শিল্পী নতুন করে রোজগারের পথ দেখতে শুরু করেছেন । ইতিমধ্যে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্তশিল্প তৈরীর ক্ষেত্রে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে মালদা জেলা শিল্প কেন্দ্র।
গাজোল ব্লকের মজলিসবাগ এলাকার হস্তশিল্প কারিগরের সঙ্গে যুক্ত কর্মীরা জানিয়েছেন, এতদিন তারা বাঁশ এবং পাটের থেকে বিভিন্ন ঘরোয়া সামগ্রী হাত দিয়েই তৈরি করে আসছিলেন। এই ধরনের ঘরোয়া সামগ্রী চাহিদা সারা বছরই থাকে। মূলত বিভিন্ন মেলাতে বাঁশ এবং পাটের তৈরি ঘরোয়া সামগ্রী ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু হাত দিয়ে ঘরোয়া সামগ্রী তৈরি করার ক্ষেত্রে অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সেই দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার একটি ক্লাস্টার তৈরি করেই এই হস্তশিল্প হাব তৈরীর সিদ্ধান্ত নিয়েছে মজলিসবাগ এলাকায়। ইতিমধ্যে হস্তশিল্প তৈরীর ক্ষেত্রে অত্যাধুনিক মেশিনারি বসিয়ে দেওয়া হয়েছে। এই কাজের জন্য খাদি শিল্পও প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে মালদার এই হস্তশিল্প বিদেশের বাজারে রপ্তানি করার ক্ষেত্রেও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা শিল্প কেন্দ্র কর্তৃপক্ষ। মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল জানিয়েছেন, মজলিসবাগ এলাকায় এই হস্তশিল্পের হাব তৈরি হয়েছে। যেখানে আধুনিক মেশিনারির মাধ্যমে বাঁশ এবং পাট থেকে নতুন নতুন ঘরোয়া সামগ্রী তৈরি করা হবে। ইতিমধ্যে আমাদের নিজস্ব তহবিল থেকে আড়াই কোটি টাকা খরচা করে অত্যাধুনিক বাঁশ কাটার মেশিন বসানো হয়েছে। এটি একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পে আমরা কাঁচামাল কেনার জন্য ও সাহায্য পেয়েছি।

মূলত বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষিত মহিলারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন । ইতিমধ্যে উৎকর্ষ বাংলার মাধ্যমে শিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। প্রতিবছরই এই হস্তশিল্পের সামগ্রী গুলি, ওড়িষ্যা , ঝাড়খন্ড ও বিহারের কিছু কিছু অংশে যায়। এছাড়াও অন্যান্য রাজ্যেও রপ্তানি হয়ে থাকে। এগুলির অনেক চাহিদা রয়েছে। এই মজলিস বাগে প্রায় ৪00 শিল্পী কাজ করে থাকে। মূলত এখানে রপ্তানিকারক উন্নত মানের বাঁশ ও বেতের কাজগুলি এরাই করে। সুতরাং এই শিল্পকে আরো উন্নতমানের তৈরি করে বিদেশে রপ্তানির জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে তার জন্য প্রশিক্ষণ এবং উন্নততর কাঁচামাল সংগ্রহের কাজও চলছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যৌথ ভাবে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে উন্নত মানের বাঁশ ও পাটের তৈরি ঘরোয়া সামগ্রী উৎপাদন এবং বিদেশে বিপণন এর ব্যবস্থা করছে।
এদিকে এই হস্তশিল্পের সঙ্গে যুক্ত যতিন টুডু বলেন, মজলিসবাগ গ্রামে মুখ্যমন্ত্রী যে ক্লাস্টার ও হস্তশিল্পের হাব তৈরি করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই । এছাড়াও আধুনিক মেশিন দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এর ফলে আমাদের বাঁশের বিভিন্ন রকম কাজ ও পাটের হাতের কাজ ঘরোয়া সামগ্রী তৈরির ক্ষেত্রে অনেক সহজ হয়েছে এবং উৎপাদিত জিনিসগুলোকে বাজারজাত করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এখানে বাঁশ এবং পাট থেকে তৈরি বিভিন্ন ধরনের টেবিল ল্যাম্প, জুয়েলারি বাক্স, পাপোশ, টুপি, ব্যাগ, ট্রে, ঝুড়ি সহ নানান ধরনের ঘরোয়া সামগ্রী এবারে আধুনিক মেশিনারির মাধ্যমে সহজেই তৈরি করা হচ্ছে।এর মধ্য দিয়ে আমরাও আমাদের রোজগারের পথও আরো কিছুটা শক্তপোক্ত হয়েছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

২৩ নভেম্বর! তৃণমূলের দিকে তাকিয়ে গোটা দেশ

Malda:মালদা শহর মুসলিম কমিটির পরিচালনায় দাওয়াত ই ইফতার

new delhi: ২০০০ টাকার নোটের ৮৮ শতাংশই ফেরত এসেছে,জানাল আরবিআই

Malda news :-সুকান্ত মজুমদার কে গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার অবরোধে বিজেপি কর্মী সমর্থকরা

Malda:জেলায় উচ্চমাধ্যমিকে পঞ্চম অর্ণব কর্মকার, ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় সে

রঘু ডাকাতের কালী মন্দির – ইতিহাস ও কিংবদন্তি

তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদে ভাঙ্গন, এবং বিজেপির দখলে গেল

মন্দারমণিতে বুলডোজার চলতে দেওয়া হবে না, জেলা ম্যাজিস্ট্রেটকে কড়া নির্দেশ মমতার

কমনওয়েলথ গেমসে অংশ নিতে যুক্তরাজ্যে গিয়ে নিখোঁজ শ্রীলঙ্কান দলের ১০ সদস্যড়্গ

কেশপুরে হিরনের গাড়ির সামনে বিক্ষোভ, নন্দীগ্রামে তৃণমূল এজেন্টকে অপহরণের অভিযোগ