Thursday , 8 August 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

আর নেই ! চির নিদ্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ! জেনে নিন এক নজরে-

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
August 8, 2024 12:18 pm

news bazar24: আর নেই । চির নিদ্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। মৃত্যু কালে ৮০ বছর বয়স হয়েছিল তাঁর। দক্ষিণ কলকাতার বালিগঞ্জে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রেখে গেলেন স্ত্রী ও এক সন্তানকে। দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী ছিলেন। গতকাল সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, বৃহস্পতিবার সকালে সবাইকে ছেড়ে চলে গেলেন ।
দীর্ঘ পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবন। একদম প্রথমে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। এরপর ১৯৮৭ সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। ২০১১ সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ও মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধবাবু।

এক নজরে ঃ-

১) ১৯৪৪ সালের ১ মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম।

২) কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর নিজের কাকা। আজীবন বামপন্থায় বিশ্বাসী এই মানুষটি রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহ ছিল ।

৩) শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে (অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন।

৪) সরকারি স্কুলেই শিক্ষকতা করা পেশা ছিলো তাঁর।

৫) ১৯৬৬ সালে সিপিএমের প্রাথমিক সদস্যপদ নেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৭২ সালে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হন। ১৯৭৭ সালে বিধানসভা ভোটে প্রথমবার লড়াই। ২০১১-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সে জয়যাত্রা অব্যাহত থেকেছে।

৬) ১৯৯৬ সালের পর স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৯৯ সালে ডেপুটি মুখ্যমন্ত্রী হন তিনি।

৭) জ্যোতি বসু অবসর নেওয়ার পর ২০০০ সালে মুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধবাবু। বাংলায় ৩৪ বছরের বাম রাজত্বের শেষের ১০ বছরের মুখ্যমন্ত্রী তিনিই ছিলেন ।

৮) পরনে সাদা ধবধবে ধুতি-পাঞ্জাবি, বাঁদিকে পাট করে আঁচড়ানো চুল, শব্দচয়নে সদা সতর্কতা, গলার স্বরের গাম্ভীর্য, স্পষ্ট উচ্চারণে বাংলায় কথা বলা ১০টা বছরেই তাঁকে করে তুলেছিল ‘ব্র্যান্ড বুদ্ধ’।

৯) কোনও বিরোধী রাজনীতিক তাঁকে ভাষার বাণে বিঁধতে গেলেও কখনও ‘বাবু’ ছাড়া সম্বোধন করেনি। এটাই বোধহয় ‘ব্র্যান্ড বুদ্ধ’র ক্যারিশমা। তাঁর বিরুদ্ধে আজ পর্যন্ত কেও দুর্নীতির অভিযোগ আনতে পারেনি ।

১০) দক্ষিণ কলকাতায় পাম অ্যাভিনিউয়ের দু’ কামরার জরাজীর্ণ ফ্ল্যাটে আড়ম্বরহীন জীবন কাটিয়েছেন শেষ দিন পর্যন্ত।

১১) পাম অ্যাভিনিউয়ের ঘরটাই ছিল তাঁর পৃথিবী । বৃহস্পতিবার সেই ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শেষ হল বাম রাজনীতির এক জমানার।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত