Monday , 12 December 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগে বিডিও অফিস ঘেরাও মহিলাদের

প্রতিবেদক
kartik pal
December 12, 2022 5:00 pm

উত্তম বিশ্বাস, Newsbazar 24:আবাস যোজনার তালিকায় নাম না থাকার অভিযোগে ব্লক প্রশাসনিক ভবনে বিক্ষোভ প্রদর্শন মহিলাদের। ঘটনাকে কেন্দ্র করে ব্লক প্রশাসনিক ভবন চত্বর জুড়ে ব্যাপক উত্তেজনা। সোমবার সকালে প্রায় দুই শতাধিক মহিলা মালদহের রতুয়া-২ ব্লক প্রশাসনিক অফিস ঘেরাও করেন । একাধিক অভিযোগ তুলে চালাতে থাকেন বিক্ষোভ।
জানা গেছে,রতুয়া দুই ব্লকের আড়াই ডাঙ্গা ও পুকুরিয়া অঞ্চলের কয়েকশো মহিলার অভিযোগ, আবাস যোজনার নতুন যে তালিকা রয়েছে তাতে এলাকার গরীব দুঃস্থদের পরিবারগুলোর নাম নেই। তার বদলে ধনী ব্যক্তিদের নাম রয়েছে। পঞ্চায়েত সদস্য, প্রধান টাকার বিনিময়ে এই সমস্ত নাম তুলেছে। হাজার হাজার টাকা দিলে নাম উঠবে নইলে উঠবে না এমন অভিযোগ তুলেন তারা। প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করুক। যারা এই আবাস যোজনার সঙ্গে যুক্ত হওয়ার যোগ্য তাদের তালিকায় নাম তুলুক। এমন দাবিতেই বিক্ষোভ প্রদর্শন চালাতে থাকেন। অবশেষে ব্লক প্রশাসন ও পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ উঠে।
বিক্ষোভকারীদের অভিযোগ, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি করা হচ্ছে। যারা পূর্বে আবাস যোজনা ঘরের টাকা পেয়েছে তারা আবারও সেই তালিকায় নাম উঠেছে। যাদের কাঁচা বাড়ি তাদের নাম নেই। এই সমস্ত কর্মকাণ্ড টাকার বিনিময়ে হয়েছে।এতে পঞ্চায়েত সদস্য প্রধান প্রশাসনিক কর্তারা জড়িত রয়েছে এমনই অভিযোগ তাদের।
এ বিষয়ে এক বয়স্ক বিধবা মহিলা রূনো বিবি জানান, আমার একটি ছোট্ট কুঁড়েঘর রয়েছে, কোনরকমে দিন যাপন করি। আমার নাম আবাস যোজনার তালিকায় নেই।
এ বিষয়ে ব্লকের এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে লিখিত অভিযোগ জমা পড়েছে সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান