Saturday , 11 February 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

আদিবাসীদের রেল অবরোধের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

প্রতিবেদক
kartik pal
February 11, 2023 2:41 pm

Newsbazar 24:সারনা ধর্মের স্বীকৃতি, ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে দেওয়ার দাবিসহ ছয় দফা দাবি নিয়ে চরম আন্দোলনের পথে নামলো আদিবাসীদের বৃহৎ সংগঠন আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতাকর্মীরা। আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রেল অবরোধ কর্মসূচি। শনিবার সকাল থেকে বিভিন্ন স্টেশনে রেল অবরোধের জেরে আটকে পড়ে ট্রেন। ভোগান্তির শিকার হন যাত্রীরা। পাশাপাশি জাতীয় সড়কে চাক্কা জ্যাম কর্মসূচিতে নামে এই সংগঠনটি।
শনিবার সকাল ছয়টা থেকেই মালদার গাজোল ব্লকের আদিনা স্টেশন রেল লাইনে আদিবাসীদের ওই সংগঠনের শতাধিক নেতাকর্মীরা অবরোধ করে বিক্ষোভ দেখান। এর পাশাপাশি এদিন মালদার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করারও হুঁশিয়ারি দিয়েছেন ওই সংগঠনের নেতাকর্মীরা। যদিও আন্দোলন শুধু মালদাতেই নয় পশ্চিমবঙ্গ সহ ঝারখান্ড, বিহার, আসাম, উড়িষ্যা এই পাঁচটি রাজ্যেই একযোগে শুরু হয়েছে বলে আদিবাসী সিঙ্গেল অভিযানের তরফ থেকে জানানো হয়েছে।
আদিবাসী সিঙ্গেল অভিযানের উপস্থিত বিক্ষোভকারী নেতাকর্মীদের বক্তব্য , চলতি বছর সারনা ধর্মের জন্য পৃথক কলাম কোর্ট চালু করার দাবি জানানো হয়েছিল। এছাড়াও পরেশনাথ পাহাড়কে তাদের হস্তান্তরিত করতে হবে। ঝাড়খন্ড রাজ্যে সাঁওতালি ভাষাকে প্রথম রাজ ভাষার মর্যাদা দেওয়ার দাবি রয়েছে। এরকমই ছয় দফা দাবি নিয়েই রেলরকো আন্দোলন শুরু হয়েছে।
আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনাল সভাপতি মোহন হাঁসদা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই আমরা কেন্দ্র সরকারের কাছে নিজেদের দাবি-দাওয়ার বিষয়গুলি নিয়ে আবেদন জানিয়েছিলাম। কিন্তু কেন্দ্র সরকার কোন রকম ভাবেই আদিবাসীদের এইসব বিষয়গুলি নিয়ে গুরুত্ব দিচ্ছে না । তাই আমরা বিগত দিনে রেল রোকো অভিযানের কর্মসূচি ঘোষণা করেই এদিন এই আন্দোলন ও অবরোধ শুরু করেছি। এদিন সকাল ছয়টা থেকেই রেল রোকো অভিযান শুরু করা হয়েছে।
এদিকে আদিবাসীদের আদিনা স্টেশনে রেল লাইনে বসে বিক্ষোভ ঘেরাওয়ের জেরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা রীতিমতো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু দূরপাল্লার ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে বলে রেল সূত্রের খবর । মালদহ টাউন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস সহ চার চারটি দূরপাল্লার ট্রেন আটকে পড়ে। এছাড়াও রেল সূত্রে আরও জানা যায় শতাব্দী এক্সপ্রেস তেভাগা এক্সপ্রেস এবং কুলিক এক্সপ্রেস ট্রেনও রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে এই রেল অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মালদহ স্টেশনে যাত্রীরা ক্ষোভ উগরে দেন। মালদা স্টেশনে অপেক্ষমান যাত্রীরা বলেন, এভাবেই হঠাৎ করে রেললাইন অবরোধ করে যাত্রীদেরকে
ভোগান্তির অধিকারের জবাব কে দেবে? প্রশাসনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুললেন।
যদিও পরিস্থিতি স্বাভাবিক করতে রেল প্রশাসন ও জেলা প্রশাসনের পদস্থ কর্তারা, আদিনায় আদিবাসীদের বিক্ষোভস্থানে গিয়ে কথা বলছেন। তাদেরকে এব্যাপারে আশ্বস্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় বিক্ষোভ কারীদের বুঝিয়ে শুনিয়ে অবরোধ তুলে দেওয়া হয়েছে। বেলা একটা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

রাজ্য স্তরের প্রতিযোগিতায় বাংলা দলের প্রতিনিধিত্ব করছে মালদহের ৮ জন মহিলা,ও ৩ জন পুরুষ

মালদহ জেলায় গত কয়েকদিন ধরে করোনা সংক্রমনের হার নিম্নমুখী, স্বস্তি জেলা স্বাস্থ্য দপ্তরে।

মর্মান্তিক এক পথদুর্ঘটনা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের জাতীয় সড়কের ধারে নয়নজুলিতে উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস ,মৃত ৬,আহত শতাধিক।।

ধর্মঘটে স্তব্ধ গোটা শহর, সারা রাত পায়ে হেঁটেই বিয়ের মণ্ডপে পৌঁছলেন বর

‘ফ্যাটি লিভার’ থেকে মুক্তি পেতে হলে নিয়মিত অল্প করে তেঁতুল খান

' মানবিক করিডোর চালু করার সিদ্ধান্ত সম্পূর্ণ অনৈতিক ' ' দাবি ইউক্রেনের।।

ছাতা বা রেইন কোর্ট বের করে নিন, সপ্তাহ ধরে চলবে দুই বঙ্গে বৃষ্টি

পাঞ্জাবের লুধিয়ানায় কারখানার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে মৃত ১৩

Murshidabad Sports News:অত্যাধুনিক ক্রিকেট একাডেমি ও বোলিং মেশিনের উদ্বোধনে সৌরভ গাঙ্গুলী বহরমপুর স্টেডিয়ামে

Malda:জমজমাট ক্ষুদেদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত