Saturday , 25 May 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

অশান্তির আবহে বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটের হার ৭৭.৯৯ শতাংশ

প্রতিবেদক
kartik pal
May 25, 2024 8:44 pm

Newsbazar24:রাজ্যের ষষ্ঠ দফার ভোট শেষ হয়েছে। ভোটের দফা যত শেষ হয়ে আসছে ততই বেশি বেশি করে অশান্তির খবর সামনে আসছে। কেশপুর ও গরবেতা বাম আমলের মত খবরের শিরোনামে। বাঁকুড়া। গড়বেতায় হামলার মুখে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। এছাড়াও তমলুক, ঘাটাল, মেদিনীপুরে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেশপুরে হামলা ও বিক্ষোভের মুখে প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এ ধরনের কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ও সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে। কমিশন সূত্রে জানা যায়, বিকেল পাঁচটা পর্যন্ত বাংলায় গড় ভোটের হার ৭৭.৯৯ শতাংশ। ফলে সর্বশেষে ভোটের হার বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এদিন দেশের ৭ টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি কেন্দ্রে ভোট হয়েছে। যার মধ্যে রয়েছে বাংলার ৮টি আসন। শেষ পাঁচটি দফার মতো এই দফাও যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। কিন্তু তা সত্ত্বেও হিংসা এড়ানো গেল না।
বাংলার যে আটটি কেন্দ্রে ভোট হয়েছে সেগুলি তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর। বিকেল ৫টা পর্যন্ত কমিশনের প্রকাশিত ভোটের হারে শীর্ষে রয়েছে বিষ্ণুপুর। সেখানে ভোটের হার ৮১.৪৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়ায় ৭৪.০৯ শতাংশ ।
কোন কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত কত ভোট পড়ল দেখে নেওয়া যাক::তমলুক কেন্দ্রে -৭৯.৭৯ শতাংশ, ঝাড়গ্রাম-৭৯.৬৮ শতাংশ ঘাটাল- ৭৮.৯২ শতাংশ, মেদিনীপুর-৭৭.৫৭ শতাংশ, পুরুলিয়া- ৭৪.০৯ শতাংশ, বাঁকুড়া- ৭৬.৭৯ শতাংশ, বিষ্ণপুর- ৮১.৪৭ শতাংশ।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত