news bazar24: বাংলাদেশে তান্ডপ দেখানোর পর মিয়ানমারের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। তবে মঙ্গলবার রাতে হামুন কক্সবাজার উপকূলে আঘাত হানে। এই ঘূর্ণি ঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর ঘূর্ণিঝড় মহেশখালী-কুতুবাদিয়া উপকূলে আঘাত হানতে শুরু করে। এদিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। টানা দুই ঘণ্টা তান্ডপ চালানোর পর দুর্বল হয়ে পড়ে ‘হামুন’।
এদিকে কক্সবাজারে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেয়াল ও গাছের নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫-৩০ জন। তারা কক্সবাজার সদর, মহেশখালী ও চকরিয়া উপজেলার বাসিন্দা। নিহত আব্দুল খালেক (৪০) পাহাড়তলী এলাকার মো. রাত ৯টার দিকে বাড়ির দেয়ালে চাপা পড়ে তার মৃত্যু হয়। দ্বিতীয়জন মহেশখালীর হারাধন দে (৪৫), রাত ৮টার দিকে গাছের নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। অপরজন চকরিয়া উপজেলার আজগর আলী (৫০), গাছের সাথে চাপা পড়ে তার মৃত্যু হয়।
মহেশখালী ও কুতুবদিয়ায় ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়। সেখানেও অনেক গাছ পড়ে গেছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে ৭ নম্বর দুর্যোগ সংকেত জারি করা হয়েছে। এছাড়া মোংলা ও পায়রা বন্দরে ৫ নম্বর দুর্যোগ সংকেত জারি করা হয়েছে। তবে দেশের ৯টি এলাকায় আজও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বায়ু অধিদপ্তর। বৃষ্টি হতে পারে, এ ছাড়া উপকূলীয় এলাকায়ও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য স্থানে মেঘলা থাকবে এবং বিচ্ছিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বর্তমানে ঘূর্ণিঝড় ‘হামুন’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।