Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

পদ্মার মাছের বেচাকেনা ভাবাচ্ছে দুই বাংলার কারবারিদেরই

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24:
বর্ষার সময় এই পদ্মার ইলিশের আশায় বসে আছে বাঙালিরা, কিন্তু ভারতে ইলিশ মাছের রপ্তানির কারণে বাংলাদেশের বাজারে এখন ইলিশের যোগানে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে ইলিশের দাম বেড়ে গেছে অনেক।অন্যদিকে পূজোর আগে পশ্চিমবঙ্গে কয়েক টন ইলিশ এসেছে, এই ইলিশের যা দাম তা দেখে কিনছেন না ক্রেতারা,এর কারণে এইরকম সময়ে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের সামুদ্রিক ইলিশের চাহিদা বাড়ছে।

তবে এই কারণে দুই বাংলাতেই আমদানি এবং রপ্তানিতে মুখে পড়ছে মৎস্য ব্যবসায়ীরা। বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর দিয়েই রাজ্যে পদ্মারি লিস্ট পৌঁছায় যেখান থেকে হাওড়া সহ পাইকারি বাজার গুলিতে ইলিশ পৌঁছে যায় জেলার বাজার গুলিতে। এই রপ্তানি চলবে ১০ই অক্টোবর পর্যন্ত। দুর্গাপূজাকে মাথায় রেখে ২ হাজার ৮০ মেট্রিক টন পদ্মার ইলিশ পৌঁছেছে ভারতে।

ইলিশ রপ্তানির বরাত পেয়েছেন বাংলাদেশে ৫২ জন রপ্তানি কারক। তার মধ্যে প্রত্যেকেই ৪০ থেকে ৫০ টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবেন বলে জানা গেছে। এর আগে ভারতে ইলিশ রপ্তানির আগে রপ্তানি হতে পারে এরকমই খবর এই বাংলাদেশের রুপালি শস্যের দাম বেড়েছিল কিন্তু ইলিশ মাছের যা দাম তাতে রাজ্যের বাজারে এসে পৌঁছানোর পর মধ্যবিত্তদের কাছে তা কেনার উপযুক্ত নয়।

বাংলাদেশের মাছ প্রধানত যায় শিয়ালদহ, হাওড়া এবং পাটিয়া পুকুর পাইকারি বাজারে। এখান থেকে কলকাতা সহ দেশের বিভিন্ন ক্ষুদ্র বাজারে যায় ইলিশ। তবে বাংলাদেশ থেকে আসা ইলিশ নিয়ে মৎস্য ব্যবসায়ীরা খুব একটা খুশি নন, কারণ এক কেজি কিংবা তার বেশি ওজনের বাংলাদেশি ইলিশের দাম প্রায় ২০০০ থেকে ২২০০ টাকা। এতো দাম দিয়ে ক্রেতারা কিনতে চাইছেন না, এর ফলে আমদানি করা ইলিশ নিয়ে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের মনে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর