Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

World news: হঠাৎ পাঁচ সিংহ খাঁচার বাইরে, আতঙ্ক চিড়িয়াখানার দর্শক ও কর্মী মহলে

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24:-ভোরের আলো শুরু হওয়ার আগেই অস্ট্রেলিয়ার সিডনির ট্যারোঙ্গা চিড়িয়াখানায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। কারণ একসঙ্গে পাঁচটি সিংহ বেরিয়ে পড়ে খাঁচা থেকে। এরপর যত দ্রুত সম্ভব সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলে কর্তৃপক্ষ।
বুধবার (২ নভেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে হঠাৎ ভিডিওতে ধরা পড়ে বিষয়টি। সিডনির সবচেয়ে বড় চিড়িয়াখানা ট্যারাঙ্গোর সাতটি সিংহের মধ্যে পাঁচটিই বেরিয়ে পড়ে। ভোর হলেও চিড়িয়াখানায় তখনো অনেক মানুষ। রাতে থাকার ব্যবস্থাও রয়েছে সেখানে।
সেই ‘রোর অ্যান্ড স্নোর’ এলাকাসহ সারা চিড়িয়াখানায় জারি করা হয় ‘কোড ওয়ান’ সতর্কতা। সবাই ছুটতে শুরু করেন চিড়িয়াখানা থেকে দ্রুত দূরে সরে যাওয়ার উদ্দেশ্যে।
একটি প্রাপ্তবয়স্ক ও চারটি অপ্রাপ্তবয়স্ক সিংহকে খাঁচায় ফেরাতে অবশ্য বেশি সময় নেয়নি ট্যারাঙ্গো কর্তৃপক্ষ। সকাল নয়টার মধ্যেই পাঁচ সিংহকে ফিরিয়ে আনা হয় নির্দিষ্ট স্থানে। একটি ছোট সিংহ কোনোভাবেই ফিরতে চাইছিল না। ট্র্যাঙ্কুলাইজার প্রয়োগ করে ঘুম পাড়িয়ে ফেরাতে হয় তাকে। বাকিরা বলতে গেলে বিনা আপত্তিতেই ফিরে এসেছে খাঁচায়।
কঠোর নিরাপত্তা সত্ত্বেও চিড়িয়াখানার সাতটির মধ্যে পাঁচটি সিংহই কিভাবে বেরিয়ে পড়েছিল তা এখনো জানা যায়নি।
এক সাংবাদিক সম্মেলনে ট্যারোঙ্গা চিড়িয়াখানার নির্বাহী পরিচালক সায়মন ডাফি জানিয়েছেন, কেন এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু হয়েছে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin