Newsbazar24:- মঙ্গলবার মধ্যরাতে নেপালে প্রচন্ড ভূমিকম্প অনুভূত হয়। পাশাপাশি রাজধানী নয়াদিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালের ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল
৬.৬ । এতে ছয়জনের প্রাণহানি ঘটেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, নেপালের ডোতি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ে। সেখান থেকে ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস এক প্রতিবেদন থেকে জানা যায়- ভূমিকম্পটির উৎপত্তিস্থল দীপায়ল শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে দিপায়ল শহরের অবস্থান।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি দিল্লির ভূমিকম্পের মাত্রা ৬.৩ বলে চিহ্নিত করেছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পিলিভিট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) উত্তর-পূর্বে এবং এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
সংবাদমাধ্যমের খবরে জানা যায় ভূমিকম্পের পর ভারতের রাজধানী নয়াদিল্লিসহ আশেপাশের এলাকায়ও ভূকম্পন অনুভূত হয়েছে।
দোতি জেলা পুলিশের প্রধান ভোলা প্রসাদ ভট্ট্রর নেপালের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই জেলায় আটটি ঘরবাড়ি ধসে পড়েছে। এতে ছয়জন মারা যান। এছাড়া আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।