Newsbazar24: আর মাত্র কয়েকদিনের মধ্যেই টুইটারের সিইও পদ থেকে সরে যাচ্ছেন এলন মাস্ক। তাঁর জায়গায় আসছেন নতুন কেউ। এলন মাস্ক নিজেই টুইট করে জানিয়েছেন, মাইক্রো ব্লগিং সংস্থার জন্য নতুন সিইও খুঁজে পেয়েছেন। আগামী ৬ সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন নতুন জন। যদিও নতুন কর্তার নাম উল্লেখ করেননি তিনি। তবে এই মুহূর্ত টুইটারের নতুন সিইও হিসেবে যাঁর নাম উঠে আসছে তিনি হলেন, এনবিসি ইউনিভার্সাল এগজেকিউটিভ লিন্ডা ইয়াকরিনো। তাঁর সঙ্গে ইতিমধ্যে এই বিষয়ে কথা হয়েছে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, মাস্ক টুইটারের ক্ষমতা হাতে নেওয়ার পর থেকে মাইক্রো ব্লগিং সাইটে গণছাঁটাই শুরু হয়। গোটা বিশ্ব জুড়ে টুইটারের একের পর এক কর্মী ছাঁটাই হতে শুরু করেন। যা নিয়ে মাস্কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন কর্মীরা।