Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

World news: ইন্দোনেশিয়ার বালি দ্বীপে প্রচন্ড ভূমিকম্পন তবে হতাহতের কোন খবর নেই

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24:-ইন্দোনেশিয়ার বালি দ্বীপে প্রবল ভূমিকম্পন অনুভূত হয় । সোমবার (২২ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টা ৩৬ মিনিটে সে দেশের ডেনপাসার এলাকায় এই ভূকম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ডেনপাসার থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ দশমিক ৯ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে বড় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বয়ান উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের কারণে দ্বীপের কুতা এলাকার মানুষজনকে দৌড়ে বাড়িঘর থেকে বেরিয়ে আসতে দেখা গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভূমিকম্পটি যথেষ্ট তীব্র এবং প্রায় এক মিনিট স্থায়ী ছিল।
ভূমিকম্পের পর ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) টুইটে বালি দ্বীপের একটি ভবনে ফাটলের ছবি দেখা গেছে।

ভূমিকম্পের পর একাধিক আফটারশক আঘাত হানার আশঙ্কা রয়েছে। এ কারণে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Latest News