Newsbazar24 পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান কে গ্রেফতার করতে লাহোরের বাড়িতে পুলিশি অভিযান চালায়। জামান পার্কের বাসভবনে রবিবার ইসলামাবাদ পুলিশের একটি দল পৌঁছায়। এদিকে এই খবর পেয়ে তার বাড়ি ঘেরাও করে রাখে পিটিআইয়ের হাজার হাজার সমর্থক।তোশাখানা মামলার শুনানিতে ধারাবাহিকভাবে অনুপস্থিতির কারণে বিগত ২৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের একটি আদালত।
ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া উপহার সরকারি ভান্ডার বা তোশাখানায় জমা না দিয়ে, মোটা দামে বিক্রি করেছেন। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এই অভিযোগের সত্যতা খুঁজে পায়। পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানকে সে কারণে পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করে। কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইমরান খান গত অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। তারপর থেকে এ মামলার একাধিক শুনানিতে হাজির হননি তিনি।
কিন্তু এদিন ইসলামাবাদ ও লাহোর পুলিশকে ফিরে যেতে হয় পাকিস্তান তেহরিকে ইনসাফের হুমকির মুখে। পিছু হঠল ইসলামাবাদ ও লাহোর পুলিশ।
রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে লাহোরের জামান পার্কের বাড়িতে পৌঁছেছিল পুলিশের বিশাল বাহিনী। ঘিরেও ফেলা হয়েছিল গোটা বাড়ি। কিন্তু দলের সুপ্রিমোর গ্রেফতারি আটকাতে জামান পার্কের বাড়ির ভিতরে অবস্থান নেন পাকিস্তান তেহরিকে ইনসাফের সদস্য সমর্থকরা। ইমরানের গ্রেফতারির ফল ভালো হবে না বলে হুমকি দেন তাঁরা। পরিস্থিতি বেগতিক দেখে বেশ কয়েক ঘন্টা বাদে ফিরে যায় পুলিশ। যদিও রাতে পুলিশ বিশেষ অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করে ইমরানের বাড়ি পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পিটিআই সমর্থকরা।
প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে পাওয়া উপহার সামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগে উঠেছিল ইমরান খানের বিরুদ্ধে। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এ বিষয়ে তদন্ত করে অভিযোগ সত্যি বলে জানায়। গত ২৮ ফেব্রুয়ারি ইসলামাবাদের এক আদালত প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জামিন আযোগ্য গ্রেপতারি পরোযানা জারি করে।
ওই গ্রেফতারি পরোয়ানা নিয়ে এদিন স্থানীয় সময় বেলা সাড়ে বারোটা নাগাদ ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়িতে পৌঁছে যায় লাহোর ও ইসলামাবাদ পুলিশের বিশাল বাহিনী। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী বাড়িতে নেই বলে জানানো হয়। কিন্তু ওই কথা বিশ্বাস না করে বাড়ির বাইরে অবস্থান নেয় পুলিশ। কিন্তু পিটিআই সমর্থকদের ভিড় দেখে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় পুলিশ। সুড়সুড় করে ফিরে যায়। পুলিশ যখন তাঁকে গ্রেফতারের জন্য বাড়ির বাইরে অবস্থান করছিল তখনই বাড়ির ভিতরে উপস্থিত দলীয় সমর্থকদের উদ্দেশে ইমরান বলেন, ‘কখনও মাথা নিচু করিনি। কখনও করব না। দৈশ বাঁচাতে লড়াই চলবে।’
আলাদাভাবে, ইসলামাবাদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আকবর নাসির বলেছেন, পুলিশ ইমরান খানকে আদালতের নোটিশ দিয়েছে এবং এটি তাকে গ্রহণ করতে হবে।