Newsbazar24:বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে, বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কম থাকলেও বেড়েছে সংক্রমণ। এই সময়ে এক হাজার ১৩৮ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৭৭ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন চার লাখ ৮৪ হাজার ৭২৫ জন।
সর্বমোট করোনার মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ১৭ হাজার ৪৬৩ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৯২ লাখ ৭৭ হাজার ২০৩ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৭ লাখ ৩৭ হাজার ৩২৬ জন।