Newsbazar24: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর, তার সঙ্গে সাংবাদিকদের যাওয়ার খরচ নিয়ে বিরোধী মহল থেকে নানা প্রশ্ন উঠেছে। এমনকি সরকারি খরচে সাংবাদিকরা বিদেশে গিয়েছে বলেও সুর চড়িয়েছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের পর এবার বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিট এর খরচ নিয়ে আসরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজিবিএস এর খরচের প্রতি দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি টুইট করেছেন তিনি। যেখানে তিনি লিখেছেন, আগামীকাল একুশ ও বাইশে নভেম্বর বিজিবিএস এর সপ্তমবর্ষ বাংলায়। সেইসঙ্গে সরকারি খরচের বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। শুভেন্দু লিখেছেন, এই বিজিবিএস শীর্ষ সম্মেলন ব্যবসার বিষয় নয় এবং বিশ্বব্যাপী হওয়া তো অনেক দূরে এটি কেবল চকচকে মিথ্যা যা বাংলার মানুষকে পরিবেশন করা হবে। এই ইস্যুতে তিনি নিশানা করেছেন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেহ এমনকি তিনি টুইট বার্তায় এও লিখেছেন, মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গের জনগণকে জানানোর বিষয়ে যত্নশীল হবেন যে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ কত যার পরিমাণ ১৫৭ লক্ষ কোটি টাকা? বিজিবিএস এর ষষ্ঠ সংস্করণ স্থলভাগে বাস্তবায়িত হয়েছে! এই ধরনের বিনিয়োগের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকাসহ এটি কোথায় বাস্তবায়িত হয়েছে সেই তালিকাও প্রকাশ করার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু। তিনি এও লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে আমি তাকে জিজ্ঞাসা করি, কি হয়েছিল যেখানে তিনি ২ লক্ষ চাকরি ঘোষণা করেছেন দেউচা পাচামীতে। সেখানকার খনি থেকে কি এক কেজি কয়লাও তোলা হয়েছে`, সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু। আর যে তাজপুর বন্দরের জন্য অনেক ধুমধাম করে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তারই বা বর্তমানে কি হাল সেই নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধী দলনেতা।বিজিবিএস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নয়। এটি একটি ২ দিনের মমতা-নির্মিত-মরিচিকা, সচেতনভাবে রাজ্যে শিল্পায়নের অনুর্বর মরুভূমিতে একটি মরূদ্যান হিসাবে অভিক্ষিপ্ত, জনগণকে এই বিশ্বাসে প্রতারিত করার জন্য যে বাংলা অর্থনৈতিক উন্নতির পথে রয়েছে। এভাবেই বিজিবিএস নিয়ে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী।
https://twitter.com/SuvenduWB/status/1726472203133391354?t=2Zqzj1s8FbLGFHll83YajA&s=19