Newsbazar: পুরীর মন্দিরের দর্শন মিলবে এবার লন্ডনেও। লন্ডনের মাটিতে তৈরি হবে জগন্নাথদেবের মন্দির। এটিই হতে চলেছে ব্রিটেনের মাটিতে প্রথম জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই মন্দিরটি নির্মিত হবে। ২০২৪ সালের মধ্যেই মন্দিরের প্রথম পর্বের নির্মাণকাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ব্রিটেনের একটি অলাভজনক সংস্থার উদ্যোগেই এই মন্দির তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই এই মন্দির তৈরির জন্য লন্ডন শহরের উপর ১৫ একর জমি বেছে নেওয়া হয়েছে। এই জমি কিনতে ৭ মিলিয়ন বা ৭০ লক্ষ ডলার খরচ হবে। এক ওড়িয়া ধনকুবের মন্দিরের জন্য ২৫০ কোটি টাকা অনুদান দিয়েছেন বলে জানা গিয়েছে।
ব্রিটেনের শ্রী জগন্নাথ সোসাইটির তরফে জানানো হয়েছে, ফিটনেস্ট গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা বিশ্বনাথ পট্টনায়েক নামের ওই আন্তর্জাতিক বিনিয়োগকারী ২৫০ কোটির অনুদান দিতে সম্মত হয়েছেন। প্রাথমিক ভাবে ৭০ কোটি টাকা তিনি দেবেন বলে জানা গিয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির নির্মাণের কথা ঘোষণা করা হয়।