Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

Malda Rail news:ভ্রমণপিপাসু ও তীর্থযাত্রীদের দক্ষিণ ভারতের জন্য মালদা থেকে বিশেষ টুরিস্ট ট্রেন

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24:ভ্রমণ পিপাসু সহ তীর্থ যাত্রীদের জন্য সুখবর। মালদা সহ সমগ্র উত্তরবঙ্গ বাসীদের জন্য আইআরসিটিসির স্বদেশ যাত্রা প্রকল্পে মালদা থেকে দক্ষিণ ভারত অভিমুখে বিশেষ টুরিস্ট ট্রেন চালাবার কথা ঘোষণা করল। এই উপলক্ষে আইআরসিটিসি পূর্বাঞ্চল অফিসের উদ্যোগে সোমবার সকালে মালদা টাউন স্টেশনে এক সাংবাদিক সম্মেলনে আইআরসিটিসির পূর্বাঞ্চল শাখার ট্যুরিজম অ্যাসিস্ট্যান্ট অমিত মিত্র জানান, আইআরসিটিসি পূর্বাঞ্চল শাখার উদ্যোগে স্বদেশ যাত্রা বিশেষ টুরিস্ট ট্রেন চালু করা হচ্ছে মালদহ টাউন স্টেশন থেকে। এই ট্রেনটি দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে তিরুপতি -মাদুরাই-রামেশ্বরম- কন্যাকুমারি- মল্লিকার্জুন- ত্রিভান্দ্রাম পরিক্রমা করিবে।
এই ট্রেনটি মালদা স্টেশন থেকে ১১/১২/২০২৩ তারিখে ছাড়বে এবং ২২/১২/২০২৩এ শেষ হবে।। যাত্রীদের সুবিধার জন্য অন্যান্য বোডিং স্টেশন মালদা টাউন-নিউ ফারাক্কা- পাকুড়- রামপুরহাট- দুমকা – হাঁসডিহা- ভাগলপুর- সুলতানগঞ্জ- জামালপুর- কিউল-জামুই- ঝাঝা- জাসিডিহ- জামতারা- চিত্তরঞ্জন- কু্লটি-ধানবাদ বোকারো- রাচি- রৌরকেল্লা -ঝাড় সুকদা সম্বলপুর। এই প্যাকেজে স্লিপার ক্লাস/ থ্রি এসি থাকবে। যেখানে রাত্রের জন্য নন এসি এসি রুমে থাকার ব্যবস্থা নিরামিষ খাবার, সকালে নাস্তা দুপুরে এবং রাতের খাবার। নন এসি ও এসি বাসে দর্শনীয় স্থানে ভ্রমণ ট্যুর সম্পর্কিত তথ্যের ঘোষণার জন্য ট্যুর এসকর্ট এবং প্রতিটি কোচের জন্য ট্রেনে নিরাপত্তা কর্মী, ভ্রমণ বীমা এবং জিএসটি অন্তর্ভুক্ত এই বিশেষ ট্রেনটি খুব সাশ্রয়ী মূল্যে তিনটি ক্লাস থাকবে। গ্রুপ বুকিং এ বিশেষ ছাড় দেওয়াছে ভারতীয় রেলের ভারত গৌরব ট্রেন প্রকল্পের অধীনে রেল পর্যটনের প্রচারের জন্য ৩৩% ছাড় দিচ্ছে । স্লিপার ক্লাসে মাথাপিছু ২২,৭৫০ টাকা, ৩এসি স্ট্যান্ডার্ড ৩৬,১০০ টাকা থ্রীএসি কমফোর্ট ৩৯,৫০০ টাকা। মালদা থেকে দক্ষিণ ভারতের জন্য এই সর্বপ্রথম ট্রেন বলে দাবি আইআরসিটিসির

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর