Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

Malda news:অভাবের তাড়নায় ১৮ দিনের শিশু বিক্রি মায়ের, মধ্যস্থতার ভূমিকায় এক তৃণমূল নেতা

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar 24: অভাবের তাড়নায় ১৮ দিনের সদ্যোজাতকে স্থানীয় ব্যবসায়ী দম্পতির কাছে দেড় লক্ষ টাকায় বিক্রির অভিযোগ মালদার এক পরিযায়ী শ্রমিকের স্ত্রীর বিরুদ্ধে। স্থানীয় এক তৃণমূল নেতা সেই দেড় লক্ষ টাকা জোরপূর্বক কেড়ে নিয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে।
বিষয়টি নিয়ে সালিসি সভাও বসেছিল গ্রামে। সমগ্র ঘটনা সামনে আসতেই শোরগোল, খোঁচা বিজেপির, সাফাই তৃণমূলের।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ভিন রাজ্যে কাজ করে। সংসারে অর্থাভাব। ঠিকভাবে জোটে না খাবার। রয়েছে এক বছরের শিশু সন্তান। চলতি মাসের ১ তারিখ আবার একটি পুত্র সন্তানের জন্ম দেয় মা। কিন্তু সংসারে অর্থাভাব ও খিদের তাড়নায় ১৮ দিনের শিশুকে বিনোদ আগরওয়াল নামে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে দেড় লক্ষ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন মা। এই বিক্রি করার খবর জানাজানি হতেই স্থানীয় এক তৃণমূল নেতা দ্রোণাচার্য ব্যানার্জি (বিট্টু) ঐ শিশুকে ওই ব্যবসায়ী দম্পতির কাছ থেকে এনে মায়ের কোলে তুলে দেয় বলে জানা গেছে। কিন্তু ওই দেড় লক্ষ টাকা মায়ের কাছ ঐ তৃণমূল নেতা কেড়ে নেয় বলে অভিযোগ। পরবর্তীতে গ্রামের সালিশি তে এক লক্ষ কুড়ি হাজার টাকা ফেরত দিলেও ত্রিশ হাজার টাকা এখনো ফেরত দেননি।
অন্যদিকে ওই ব্যবসায়ী দম্পতি সন্তান কেনার অভিযোগ অস্বীকার করেছেন। আর তৃণমূল নেতার দাবি তিনি শুধু এই বাচ্চা বিক্রি আটকেছেন। কোনরকম টাকা নেননি। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
তৃণমূল নেতৃত্ব জানিয়েছে এই টাকা নেওয়ার অভিযোগ বিরোধীদের চক্রান্ত। পাল্টা বিজেপির দাবি রাজ্যের কর্মসংস্থানের বেহাল দশা এই ঘটনায় প্রমাণ হচ্ছে। এতটাই অভাব মানুষের যে মানুষ শিশুকে বিক্রি করতে বাধ্য হচ্ছে। আর সেখান থেকেও কাট মানি নিয়ে নিচ্ছে তৃণমূল।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর