Newsbazar 24:পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও মালদা থিয়েটার কমিউনিটির সহযোগিতায় মালদহে শুরু হল ত্রয়বিংশ নাট্যমেলা। রবিবার দুপুর ১১ টায় স্থানীয় দুর্গা কিংকর সদনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই নাট্যমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়াল, বঙ্গরত্ন প্রাপক অধ্যাপক শক্তিপদ পাত্র, ভারপ্রাপ্ত জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক ইন্দ্রজিৎ সাহা সহ আরো বিশিষ্টজনেরা। আগামী ২৩শে জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী নাট্য মেলা চলবে বলে জানা গেছে। কুচবিহার, দার্জিলিং, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট নাট্যদলগুলো অভিনীত নাটক মঞ্চস্থ হবে বলেও জানা গিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তার ভাষনে এই নাট্যমেলার সাফল্য কামনা করে বলেন আজ গোটা দেশের ন্যায় মালদা জেলাও ভারত অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের জ্বরে কাঁপছে। অন্যদিকে ছট পূজার প্রস্তুতি চলছে বলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি খুবই নগণ্য। তবে আজ আমাদের আশা আগামীকাল থেকে এই নাট্য মেলা দর্শক পরিপূর্ণ থাকবে।
এদিন সন্ধ্যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ইনস্টিটিউট নাট্যদল অভিনীত হনুমতি পালা অনুষ্ঠিত হয়।