Newsbazar 24:স্বরলিপি সঙ্গীতাঙ্গন মালদার সংস্কৃতি জগতে একটি পরিচিত নাম। অনেক সাংস্কৃতিক সন্ধ্যা তারা মালদাবাসীকে উপহার দিয়েছে। সম্প্রতি শুভ শারদীয়া উৎসব উপলক্ষে মালদা টাউন হলে “স্বরলিপি সঙ্গীতাঙ্গন”-এর ছাত্রছাত্রীবৃন্দ উপহার দিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সংস্থার কর্ণধার ক্ষমা কুমার ও তাঁর সুদক্ষ তালিমপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের পরিবেশনা সত্যিই মুগ্ধ করে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিশিষ্ট তবলাবাদক প্রবীর ব্যানার্জী,প্রধান অতিথি ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল শুভময় বসু বিশেষ অতিথি বিশিষ্ট বাচিক শিল্পী সুশান্ত সাহা তাঁদের মুল্যবান বক্তব্য রাখেন। সুশান্ত সাহা মহাশয়ের কন্ঠে শারদীয়া কবিতার কয়েকটি পংক্তি ছিল অনন্য এক উপহার। শিশুশিল্পীদের কন্ঠে “এক এক্কে এক”এবং “আয়রে ছুটে আয়” গানগুলি শৈশবের পূজার আনন্দমগ্ন দিনগুলোকে স্মৃতিপটে ফুটিয়ে তুলেছিল।অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে গীতি আলেখ্য “আগমনী” তে মাতৃমন্ত্র পাঠে ও দেবী দুর্গার জয়গানে এক অনিন্দ্যসুন্দর অনুভূতি সৃষ্টি করেছিল। মহাকালের কোলে এসে, গৌরী এলো, পূজার শেষে বিজয়াতে,জয় জয় জপ্যে, অয়ি গিরি নন্দিনী, প্রভৃতি অসাধারণ কিছু গানের ডালি নিয়ে হাজির ছিলেন শিল্পীরা।সংকৃতা,সিঙ্কোনা,রিনি,মোনালিসা,অন্তরা,শ্বেতলীনা ,সায়ন্তিকা সবাই আন্তরিকভাবে সঙ্গীত পরিবেশন করেন।ভাষ্য রচনায় মোনালিসা ঝা এবং ভাষ্যপাঠে ছিলেন সৈকত দাস। চিন্ময়ী মহাশক্তির এই আবাহন এক কথায় সকল শ্রোতাদের মুগ্ধ করে রাখে।