Newsbazar24: রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। মা দুর্গার বিদায়ের বিষন্নতা কাটিয়ে উঠে ফের কোজাগরী পূর্নিমায় মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবে বাঙালি। আগামীকাল সকালই থেকে গোটা রাজ্যের সাথে মালদহ জেলায় ধনদেবী তথা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবে মালদাবাসী।
বিভিন্ন ধরনের লক্ষ্মী প্রতিমার পসরা নিয়ে বিক্রির আশায় ইতিমধ্যেই মালদা জেলার বিভিন্ন এলাকায় বসেছে প্রতিমা শিল্পীরা। কিন্তু এবারের লক্ষ্মী প্রতিমা বিক্রি এখনো পর্যন্ত গতবারের তুলনায় অনেক কম বলে জানাচ্ছেন প্রতিমা বিক্রেতারা। দুর্গা পুজোর আগে আগে বৃষ্টির দাপটে বাজারে ফল, শাকসব্জির এখন আগুন দর। আর সেই ছ্যাঁকায় নাজেহাল হাল গৃহস্থের। বাজারে লিস্ট মিলিয়ে জিনিস কিনতে গিয়ে হিমশিম ক্রেতারা। জিনিসপত্রের দাম বাড়ায় গত বছরের তুলনায় এবছরে প্রতিমা দাম বেড়েছে। সুতরাং যত দ্রুত প্রতিমাগুলি বিক্রি করা যায় সেই আশা নিয়ে অপেক্ষায় প্রতিমা শিল্পীরা। লক্ষী প্রতিমা কিনতে গিয়ে পকেটে টান পরছে মধ্যবিত্ত বাঙালিদের। তা সত্ত্বেও লক্ষী পুজো করার তাগদে অধিক দাম দিয়ে বাধ্য হচ্ছে কিনতে লক্ষী প্রতিমা।
সর্বত্রই ফল, শাকসব্জি থেকে লক্ষ্মীপ্রতিমা, দর শুনে আঁতকে উঠেছেন ক্রেতারা। ফলে পকেট বুঝে কাটছাঁট করছেন ফর্দতে।ফল-ফুল থেকে শুরু করে শাক-সবজি, মিষ্টি-প্রতিমার ও আগুন দাম।
রথবাড়ি নেতাজি মার্কেট, চিত্তরঞ্জন পৌরবাজার, মকদমপুর বাজার, ঝলঝলিয়া কাজী আজহারউদ্দিন পৌরবাজার, মঙ্গলবাড়ী বাজার, সাহাপুর বাজার সহ জেলার বিভিন্ন বাজারে অগ্নিমূল্য সমস্ত কিছু। যদিও
দুর্গাপুজোর আগে থেকেই বাড়তে শুরু করেছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। তবে লক্ষ্মীপুজোর বাজার করতে গিয়ে আকাশছোঁয়া দাম দেখে চোখ কপালে আমজনতার। প্রতিমার দাম ১০০টাকা থেকে ১০০০ টাকায়। যদিও সাধ্যের মধ্যে ১০০, ২০০, ৩০০, ৫০০ ও ১০০০ টাকা দামেরও রয়েছে প্রতিমা। মূর্তির সাইজ অনুযায়ী দাম।