Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

হাজার হাজার ভক্তসমাগমে জমে উঠল বোল্লা রক্ষাকালী

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24 : ভোরের আলো ফোটার সাথে সাথে হাজার হাজার ভক্তসমাগমে জমে উঠল উত্তর বঙ্গের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমন্ডিত জাগ্রত বোল্লা রক্ষাকালী মাতার পুজো।কালীই ব্রহ্ম, ব্রহ্মই কালী।”ভক্তি ভরে মাকে ডাকলে, মা সাড়া দেবেন না তা কি হয়! তাইতো, দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্তগণ হাজির হয় বোল্লা মায়ের দরবারে। বস্তুত গতকাল থেকেই জেলা তো বটেই জেলার বাইরে থেকে প্রচুর ভক্তরা মায়ের পুজোতে অংশ নিতে মন্দির প্রাংগনে এসে জড় হয়েছেন।
ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলা। জেলার সদর শহর বালুরঘাট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বোল্লা গ্রামে অবস্থিত ঐতিহ্য ও মাহাত্ম্য সমৃদ্ধ রক্ষা কালী মাতা মন্দির। যা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই বোল্লা কালী পুজো ও মন্দির। এই মাতা বোল্লা কালী মাতা বলেই সুপ্রসিদ্ধ।

রীতিমেনে প্রত্যেক বছর রাসপূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় ও সোমবারে মায়ের বিসর্জন হয়। এই কয়েকদিন যাবত মায়ের পুজোকে ঘিরে বিশাল মেলা হয়। এছাড়াও প্রতি শুক্রবার, শনিবার ও মঙ্গলবারে মায়ের পুজো হয়। এই মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ। দুই দিনাজপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও রাজ্য, এমনকি বাংলাদেশ থেকেও বহু মানুষ এই মেলা দেখতে আসেন ।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Latest News

সম্পর্কিত খবর