Newsbazar24 : আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৩ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হতে চলেছে। লোকসভা নির্বাচনের আগে এই বিরাট মহা সমাবেশে ত্রিস্তরীয় পঞ্চায়েতের পদাধিকরীরাও যোগ দেবেন বলে খবর। সভায় উপস্থিত থাকবেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে লোকসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে। অক্টোবরের মধ্যে বকেয়া আদায় না হলে বড়সড় আন্দোলনের আগাম হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। হুঁশিয়ারির কথা শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও। তবে কি এবার বকেয়া ইসুতে বড়সড় কোন পরিকল্পনা করছে তৃণমূল? তবে কি মোদী সরকারের বিরুদ্ধে ঘোষণা হতে পারে আন্দোলনের কর্মসূচি? রাজনৈতিক মহলে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। আগামী ২৪ নভেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। তাই তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়করা এই সভায় থাকবেন। মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে দলীয় কর্মীদের অক্সিজেন জোগাতে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দিকেই তাকিয়ে গোটা বাংলা।