Newsbazar 24:সোমবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতাল থেকে বার করে গাড়িতে তোলেন ইডির আধিকারিকরা। হাসপাতাল থেকে হেঁটেই বেরিয়েছিলেন মন্ত্রী। তাকে দেখে বোঝা যায়নি তিনি অসুস্থ। গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা বারবার তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিতে গেলে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।
প্রসঙ্গত রেশন দুর্নীতি কাণ্ডে ইডি আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেছিলেন। গ্রেফতার করার পর আদালতের নির্দেশে মন্ত্রী ১০ দিনের ইডি হেফাজত হয়। কিন্তু আদালত এই নির্দেশ দেওয়ার দিনেই গুরুত্বর অসুস্থ হয়ে যান মন্ত্রী। আদালতের নির্দেশ মেনেই তাঁকে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালেই গঠন করা হয় একটি মেডিক্যাল বোর্ড। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার জন্য, সেই মেডিক্যাল বোর্ডের সদস্যরা আজ বিকালে সিদ্ধান্ত নেন তাঁকে হাসপাতাল থেকে রিলিজ করার হাসপাতাল থেকে রিলিজ করার পর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে নিজেদের হেফাজতে নিয়ে ইডি আধিকারিকরা তাঁকে নিয়ে আসেন ইডি দফতর সল্টলেক সিজিও কমপ্লেক্সে।সেখানেও গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে লিফটে ওঠেন জ্যোতিপ্রিয়। এখানেও এড়িয়ে যান সাংবাদিকদের প্রশ্ন।বাড়ি থেকে জামা ও খাবারও পাঠানো হয়েছিল মন্ত্রীর জন্য। তবে সোমবার রাতে আর জ্যোতিপ্রিয়কে জেরা করা হয়নি বলে জানা যায়। তবে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব। মন্ত্রীকে আজ টানা জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে।