Newsbazar24:বিনামূল্যে রেশন দুর্নীতির তদন্তে গ্রেফতার করা হল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। শুক্রবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয় সূত্রে জানা যায়, দীর্ঘক্ষণ ধরে জেরা চললেও রাত পর্যন্ত জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ইডি। জানা গেছে, জ্যোতিপ্রিয়র আপ্তসহায়ক অমিত দে-র বাড়িতেও গতকাল তল্লাশি চালায় ইডি।
অমিতকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পান ইডি কর্তারা। সেই তথ্যের ভিত্তিতেই রাতে নতুন করে জেরা করা হয় জ্যোতিপ্রিয়কে। তবে সেই সব প্রশ্নের জবাব দিতে চাননি মন্ত্রী। এরপরই দিল্লিতে সংস্থার সদর দফতরে মন্ত্রীর অসহযোগিতার কথা জানান তদন্তকারীরা। আর তারপরই গ্রেফতার করা হয় তৃণমূলের এই বর্ষীয়ান নেতাকে। শুক্রবার ভোরে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ইডি গোয়েন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িসহ মোট ৮ জায়গায় তল্লাশি শুরু করেছিলেন ইডি আধিকারিকরা। এর আগে রেশন দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। রেশন বণ্টন দুর্নীতিতে বাকিবুর রহমানের গ্রেফতারির পর বার বার উঠে এসেছিল জ্যোতিপ্রিয়র নাম। সূত্রে আরো জানা গেছে বাকিবুর রহমানের প্রায় ১০০ কোটির বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। এগুলি রেশন দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য করা হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, অন্তত ৬টি সংস্থায় শেয়ার রয়েছে বাকিবুরের। সেই শেয়ার মিলিয়েই বাকিবুরের সম্পত্তি প্রায় ৫০ কোটি। নিউ টাউন, রাজারহাট, পার্কস্ট্রিটে একাধিক ফ্ল্যাট রয়েছে তার। বাকিবুরের একাধিক হোটেল, পানশালাও রয়েছে। বিদেশেও তার সম্পত্তি রয়েছে বলে খবর। , বাকিবুরের ফ্লাট থেকে সরকারি দফতরের প্রচুর স্ট্যাম্প বাজায়াপ্ত করা হয়েছে সেই স্ট্যাম্প কী জন্য ব্যবহার করা হত তা নিয়ে প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই বকিবুরের দুর্নীতির সঙ্গে মন্ত্রী যোগের অভিযোগ বারংবার উঠছে। এরই মাঝে জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর দাবি করা হচ্ছে শান্তিনিকেতনে ‘দোতারা’ নামক একটি বাড়ি রয়েছে
গ্রেফতারের পর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘আমি গভীর ষড়যন্ত্রের শিকার’। সিজিও কমপ্লেক্সে গিয়েও মন্ত্রী একই কথা বলেন। তবে, কে তাঁর বিরুদ্ধে কী ষড়যন্ত্র করেছেন, তা স্পষ্ট করেননি ধৃত মন্ত্রী।