news bazar24 : নতুন দুটি জাতীয় সড়ক পাচ্ছে বাংলা। প্রস্তাবিত কলকাতা-বারানসী এবং খড়গপুর-মোরগ্রাম জাতীয় সড়ক নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। আর সেই কাজে গতি আনতে আরও তৎপর রাজ্য সরকার। মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী শুক্রবার নবান্নে ব্লু প্রিন্ট নিয়ে বৈঠক করেন পর্যায়ক্রমে কাজ শেষ করতে। মুখ্য সচিব জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ, জমি দাতাদের তালিকা তৈরি এবং ক্ষতিপূরণ প্রদানের জন্য একটি সময়সীমা বেঁধে দেন। এ বছরই এ কাজ শেষ করার নির্দেশ দেন তিনি।
ডানকুনি থেকে বারাণসী এবং খড়গপুর থেকে মুর্শিদাবাদের মোরগাগ্রাম পর্যন্ত দুটি নতুন জাতীয় সড়ক তৈরি করা হবে। প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। আর সেই কাজে গতি আনতে শুক্রবারের নবান্নে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী বেশ কিছু নির্দেশিকা দিয়েছেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠকের পর তিনি জানান , চলতি মাসেই জমি দাতাদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । আর জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করতে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
যদিও এই দুটি জাতীয় মহাসড়ক বেশিরভাগই খালি জমির উপর দিয়ে যাবে। তবে কিছু অংশ বসত বাড়ির উপর দিয়ে যাবে। আর সে জন্য জমি অধিগ্রহণ প্রয়োজন। এর প্রস্তুতি হিসেবে মুখ্যসচিব বেশ কিছু নির্দেশ দিয়েছেন। এছাড়া অন্যান্য জাতীয় সড়কের অবস্থা নিয়েও বৈঠকে আলোচনা হয়। সিকিমে সাম্প্রতিক ভূমিধসের ফলে উত্তরবঙ্গের জাতীয় সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এই রাস্তার সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। তবে আজকের বৈঠকের মূল বিষয় ছিল দুটি নতুন জাতীয় সড়কের কাজ।